ব্রাজিলের হারের কারণ জানালেন দানিলো
মাঠের ফুটবলে সময়টা একদম ভালো যাচ্ছে না ব্রাজিলের। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর এবার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সেনেগালের কাছে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭ গোলের বড় হারের পর গত ৯ বছরে এত বড় ব্যবধানে হারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সেনেগালের বিপক্ষে দারুণ শুরু করেও শেষমেশ ব্রাজিলের এমন হার মেনে নিতে পারছেন না সমর্থকরা। ব্রাজিলের এমন ভরাডুবির কারণ জানালেন রক্ষণভাগের খেলোয়াড় দানিলো। ম্যাচশেষে দানিলো বলেন, ‘আমাদের অনেক নতুন ফুটবলার এসেছে, পুরো প্রক্রিয়াতে পরিবর্তন হয়েছে। অনেক খেলোয়াড় ছুটি কাটিয়ে ফিরেছে। তবে অজুহাত দিলে চলবে না, এভাবে হারলে চলবে না। খুব দ্রুত শিখতে হবে কারণ আমাদের নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি।’
চোটের কারণে দীর্ঘদিন ধরে অনুপস্থিত সুপারস্টার নেইমার। দলে নেই কুতিনহোর মতো খেলোয়াড়। ফলে অভিজ্ঞতার অভাবে ভুগছে ব্রাজিল। মাঝমাঠের খেলোয়াড়রাও নেই চেনা ছন্দে। আক্রমণে ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসনরাও আস্থার প্রতিদান দিতে পারছেন না।
কাতার বিশ্বকাপের পর ব্রাজিল আন্তর্জাতিক ফুটবলে তিন ম্যাচ খেলেছে। তিন ম্যাচের মধ্যে জিতেছে এক ম্যাচে। চলতি সপ্তাহের শনিবার বার্সেলোনায় গিনিকে ৪-১ গোলে হারিয়েছিল তারা। এর আগে মার্চের শেষে মরক্কোর কাছে ২-১ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।