যে কারণে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের জরিমানা
অ্যাশেজের প্রথম ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় ইংল্যান্ডকে দুই উইকেটে হারায় অস্ট্রেলিয়া। অসিরা জয়ের আনন্দে ভাসে, ইংলিশরা নীল হয় হারের বেদনায়। তবে, এক জায়গায় গিয়ে দুই দলই মিশেছে একই মোহনায়।
প্রথম ম্যাচে ‘স্লো ওভার রেট’-এর কারণে আইসিসি থেকে জরিমানা করা হয়েছে উভয় দলকে। নির্ধারিত সময়ে বেধে দেওয়া ওভারের চেয়ে দুদলই দুই ওভার করে কম করায় জরিমানার মুখে পড়তে হয়েছে তাদের।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমের প্রথম ম্যাচ থেকে অসি ও ইংলিশদের কাটা হয়েছে দুই পয়েন্ট করে। আজ বুধবার (২১ জুন) আইসিসি তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিষয়টি।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে এই শাস্তি দিয়েছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। অসি অধিনায়ক প্যাট কামিন্স ও ইংলিশ অধিনায়ক বেন স্টোকস শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিটি স্লো ওভারের শাস্তিস্বরূপ প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসেবে প্রথম টেস্টের সব খেলোয়াড়ের ৪০ শতাংশ করে ম্যাচ ফি থেকে জরিমানা করা হয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুসারে, প্রতিটি স্লো ওভারের জন্য প্রত্যেক দলের এক পয়েন্ট করে কাটা হয়। সেই হিসেবে ২০২৩-২৫ মৌসুমের প্রথম ম্যাচ শেষে দুই পয়েন্ট করে কাটা গেছে অসি ও ইংলিশদের। প্রথম ম্যাচ শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মোট পয়েন্ট ১০। ইংল্যান্ডের মাইনাস দুই। এতে করে কোনো ম্যাচ না খেলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের নয় দলের বাকি আট দলই আছে পয়েন্ট টেবিলে ইংল্যান্ডের ওপরে।