মানসিকভাবে তৈরি হচ্ছে বাংলাদেশ : মিরাজ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। সাদা পোশাকে মিশন শেষ করে সামনে লক্ষ্য রঙিন পোশাক। যেখানে বাংলাদেশ আছে দারুণ ছন্দে। তার ওপর খেলা হবে দেশের মাটিতে। আফগান সিরিজকে সামনে রেখে চলছে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প।
আজ বুধবার (২১ জুন) অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আফগানিস্তান খেলেছে তাদের অন্যতম সেরা কয়েকজন খেলোয়াড়কে ছাড়া। ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমানরা। সাদা বলে যা বাড়তি শক্তি দেবে আফগানদের।
তাদের ফেরা নিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই ওরা অনেক ভালো দল। ওদের বেশ কিছু ভালো স্পিনার আছে। কিন্তু, বাংলাদেশে হওয়া শেষ ওয়ানডে সিরিজে আমরা ওদের সঙ্গে জিতেছি। বিশ্বকাপে হারিয়েছি। হয়তো ওরা কিছু সময়ের জন্য আমাদের চাপে ফেলে। ওদের ছোট করে দেখার কিছু নেই। আন্তর্জাতিক ম্যাচ, কঠিন পরিস্থিতি আসবেই। আমাদের খেলোয়াড়রা জানে, কীভাবে সেসব সামাল দিতে হবে।’
তবে, রশিদ-মুজিবদের নিয়ে ভাবার চেয়েও নিজেদের খেলাটাকে উন্নত করার দিকে বেশি নজর বাংলাদেশের। এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘কারণ, ভালো-খারাপ সময় মিলিয়েই ক্রিকেট। ৫০ ওভারের মধ্যে অনেক কিছুই ঘটবে। আমরা কীভাবে এগিয়ে যাচ্ছি, মানসিকভাবে প্রস্তুত হচ্ছি সেটাই হচ্ছে মূল ব্যাপার। আমরা সবাই একসঙ্গে আছি, মানসিকভাবে প্রস্তুত হচ্ছি।’