ফাঁস হলো আর্জেন্টিনার নতুন জার্সি, দেখতে কেমন
কোপা আমেরিকার পরের আসর বসবে আগামী বছর জুনে। এখনও পুরো এক বছর বাকি। নতুন কোনো টুর্নামেন্টের আগে প্রিয় দলের জার্সি নিয়ে সবার একটা আগ্রহ তৈরি হয়। দলগুলো আসর শুরুর আগে ঘটা করেই জার্সি উন্মোচন করে। কিন্তু, কোপা আমেরিকা শুরুর এক বছর আগেই ফাঁস হয়ে গেল আর্জেন্টিনার জার্সি।
এটি ফাঁস করেছে ফুটি হেডলাইনস নামক একটি ওয়েবসাইট। যারা কাজ করে বিভিন্ন ব্র্যান্ড ও ফুটবলের নানান সরঞ্জাম নিয়ে। তাদের সেই ফাঁস করা ছবি নিয়ে সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টাইন ওয়েবসাইট মুন্দো আলবিসেলেস্তে।
আজ বৃহস্পতিবার (২২ জুন) মুন্দো আলবিসেলেস্তের টুইটারে করা নতুন জার্সির ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, পরিবর্তন এসেছে জার্সিতে। আর্জেন্টিনার জার্সি প্রস্তুত করে অ্যাডিডাস। বিশ্বকাপ জেতায় লিওনেল মেসিদের জার্সির লোগোতে যোগ হয়েছে বাড়তি একটা স্টার।
বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা চারটি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত। সেগুলোতে দেখা গিয়েছে আগের দুই স্টারের মাঝে তৃতীয়টা একটু ওপরে। ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, মাঝেরটা একটু নেমে এসেছে। অ্যাডিডাসের লোগো ও স্টারের রঙ সোনালি। গোল গলা জার্সির পেছনের অংশ পুরোপুরি দেখা না গেলেও নাম ও নম্বর সোনালি রঙের।
বিশ্বকাপ ও কোপা আমেরিকা দুটোরই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের জার্সির চাহিদা সবসময়ই তুঙ্গে থাকে। যদিও, এটা কেবলই ভাবনা। আসল জার্সি দেখা যাবে কোপা আমেরিকার সময়ই।