এমবাপ্পেকে পিএসজি ছেড়ে কোথায় যেতে বললেন মেসি
কাতার বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে দুজনই খেলেছেন সমানে সমান। শেষ পর্যন্ত মেসির আর্জেন্টিনার কাছে হার মানে এমবাপ্পের ফ্রান্স। পিএসজিতে দুজন তখন সতীর্থ। বিশ্বকাপের পর গুঞ্জন ওঠে সম্পর্ক ভালো নেই এই দুই ফুটবলারের। মেসি ইতোমধ্যে পিএসজি ছেড়ে যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে।
নিজেদের সম্পর্ক নিয়ে আগে চুপ থাকলেও মেসির চলে যাওয়া নিশ্চিত হওয়ার পর মুখ খুলেছেন ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। ফরাসি ম্যাগাজিন লা গাজেত্তাকে এই স্ট্রাইকার বলেন, ‘সে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। মেসির মতো কেউ চলে যাওয়ার খবর কখনও ভালো না। সে ফ্রান্সে তার প্রাপ্য সম্মান পায়নি।’
মেসি পিএসজি ছাড়ার পর গণমাধ্যমে চাউর হয় এমবাপ্পেও ক্লাব ছাড়তে চলেছেন। এমনকি, ক্লাবকে সে ব্যাপারে চিঠিও দিয়েছিলেন তিনি। ক্লাবও জানিয়েছিল, চাইলে চলে যেতে পারো।
প্রতিবার দলবদল শুরু হলে এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদকে ঘিরে খবর তৈরি হয়। কারণ, এই ফরাসি ফুটবলারের স্বপ্নের ক্লাব মাদ্রিদ। গত মৌসুমে চুক্তি প্রায় হয়েই গেছিল। শেষ মুহূর্তে পিএসজি বেতন বাড়িয়ে তাকে রেখে দেয়। তবে, মেসির মতে এমবাপ্পের পিএসজি ছেড়ে দেওয়া উচিত।
স্প্যানিশ ওয়েবসাইট ডিফেন্সা সেন্ট্রালের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার (২২ জুন) একটি প্রতিবেদন প্রকাশ করে ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকম। প্রতিবেদনে বলা হয়, এমবাপ্পেকে পিএসজি ছাড়ার পরামর্শ দিয়েছেন মেসি। মেসি বলেন, ‘আমি তোমাকে (এমবাপ্পে) বলব বার্সেলোনায় যেতে। কিন্তু, তুমি যদি রিয়াল মাদ্রিদে যেতে চাও, যেতে পারো। তুমি সেখানেও ভালো কিছু করবে বলে আমি আশা করি।’
এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়। আর চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য রিয়াল মাদ্রিদের চেয়ে বড় ক্লাব দ্বিতীয়টি নেই।