জয়সালের টেস্ট দলে ডাক পাওয়ার খবরে কেঁদে ফেলেন বাবা
দিনের বেলা ক্রিকেট মাঠে অনুশীলন। সন্ধ্যা নামলে মুম্বাইয়ের আজাদ ময়দানের আশপাশে পানিপুরি বিক্রি করতেন। ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সঙ্গে নিয়ে খাবারের পয়সা জোগাড় করতে এভাবেই চলত যশস্বী ভুপেন্দ্র জয়সালের জীবন। জীবনযুদ্ধে এতদূর চলে আসবেন, তা হয়তো নিজেও ভাবেননি জয়সাল। আজাদ ময়দানের পাশের সেই ফুচকাওয়ালা তরুণ এখন ভারতীয় ক্রিকেটের একজন। আইপিএলের কোটিপতি ক্রিকেটার। আইপিএলে আলো ছড়িয়ে ভারতের জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন তরুণ এই ক্রিকেটার।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুক্রবার বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন জয়সাল।
গতকাল দুপুরে টেস্ট দলে ডাক পাওয়ার খবরটা পেয়ে প্রথমে জয়সাল বুঝতে পারছিলেন না কী করবেন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমার বাবা জানতে পেরে কেঁদে ফেলে। মায়ের সঙ্গে এখনও দেখা হয়নি। কয়েক দিনের মধ্যেই মায়ের সঙ্গে দেখা করতে যাব। সকাল থেকে বাইরে ছিলাম। অনুশীলনে গিয়েছিলাম, তার পর কিছু কাজ ছিল।’
২১ বছর বয়সী এ তরুণ আরও বলেন, ‘আসলে একটা চাপ কাজ করছিল নিজের মধ্যে। যত ক্ষণ না নামটা বোর্ডের তালিকায় দেখছি, তত ক্ষণ এটা ছিল। এখন ভাল লাগছে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। খুব উত্তেজিত আমি। সেই সঙ্গে চাই মাঠে নেমে নিজেকে উজাড় করে দিতে।’
ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, জয়সাল, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভারত (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, আকসার প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদিপ সাইনি।