ভারতকে বিশ্বকাপ জয়ের কৌশল বললেন রবি শাস্ত্রী
ক্রিকেটের যে কোনো বৈশ্বিক আসর শুরু হওয়ার আগে ভারতকে ফেভারিটের তালিকায় ওপরের দিকেই রাখা হয়। ভারতীয় দলটাও সবসময় শিরোপা জয়ের জন্যই লড়ে। নিজেদের গড়েও তোলে সেভাবে। তবু, ২০১৩ সালের পর আইসিসির কোনো ইভেন্টে শিরোপা নেই ভারতের।
এবার সুযোগ আছে তাদের সামনে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতেই। সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী জানালেন ভারতের বিশ্বকাপ জয়ের কৌশল। আসন্ন বিশ্বকাপে ভারতকে ফেভারিট মানছেন তিনি। এমনটিই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
আজ শনিবার (২৪ জুন) ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদনে জানা যায়, ভারসাম্যপূর্ণ দল গড়তে পারলে ভারত এবারের বিশ্বকাপ জিতবে বলে মনে করেন শাস্ত্রী। বিশ্বকাপ জেতার জন্য কেমন হতে পারে সেই ভারসাম্যপূর্ণ দল, সেটিও বলে দিয়েছেন তিনি।
জনপ্রিয় এই ক্রিকেট ধারাভাষ্যকার বলেছেন, ‘ব্যাটিংয়ে প্রথম ছয়জনের মধ্যে অন্তত দুইজন বাঁহাতি ব্যাটার রাখতে হবে। ওপেনিংয়ে রাইট লেফট কম্বিনেশন হলে ভালো। সেটি যদি না হয় প্রথম ছয়ের যে কোনো পজিশনে দুইজন বাঁহাতি ব্যাটার খেলাতে হবে ভারতকে।’
ভারতের বোলিং আক্রমণও সমৃদ্ধ। পেস কিংবা স্পিন, দুটোই বিশ্বমানের। তবে, শাস্ত্রী জোর দিয়েছেন ফাস্ট বোলিংয়ে। তিনি বলেন, ‘বোলিংয়ের ক্ষেত্রে ঘন্টায় ১৩৫-১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারে এমন চার/পাঁচজন বোলার হলে ভালো হয়। আমার মনে হয় ভারতীয় দলে এমন বোলার যথেষ্ট আছে। এটি নিয়ে আমি চিন্তা করছি না।’
সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে বলেছেন তা হলো, তরুণ ও অভিজ্ঞদের মিলিয়ে দল গড়তে হবে। তাহলেই ঘরের মাঠের বিশ্বকাপে সম্ভাবনা আছে ভারতের। একই সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকেও ফেভারিট বলছেন রবি শাস্ত্রী।