জাতীয় নির্বাচনের পর হবে বিপিএল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গত বছরই জানিয়ে দিয়েছিলেন, চূড়ান্ত হয়েছে আগামী তিনটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি। সেই সূচি মেনে চলতি বছর অনুষ্ঠিত হয়েছে বিপিএলের নবম আসর। তবে, ২০২৪ সালের বিপিএল সময়মতো মাঠে গড়াতে না পারার সম্ভাবনাই বেশি। কারণ, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে। এদিকে, বিপিএল ২০২৪ এর সূচিও নির্ধারণ করা ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
সেক্ষেত্রে, দশম বিপিএল শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১০ জানুয়ারি বা এর আগে-পরে। কিংবা পরিস্থিতি বুঝে সেটি নির্ধারিত সময়ের সপ্তাহখানেক পরেও শুরু হতে পারে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। আজ শনিবার (২৪ জুন) বিসিবিতে সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি।
তবে, বিপিএলের প্লেয়ার্স ড্রাফট এবার সেপ্টেম্বরেই হয়ে যাবে। অন্যান্য বারের মতো শেষ সময়ে এসে হযবরল অবস্থা তৈরি না করতেই সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে ফ্যাঞ্চাইজি প্রতিষ্ঠানগুলোকে সেটি জানিয়েও দিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। যাতে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দলটাকে গুছিয়ে তুলতে সময় পায়।
এছাড়া, আগামী বিপিএল আটটি দল নিয়ে হওয়ার সম্ভাবনা আছে বলেও জানান ইসমাইল হায়দার মল্লিক। বিপিএলের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।