পিএসজিকে যে শর্ত দিলেন এমবাপ্পে
ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়তে চান, এই বিষয়টি সবসময়ই আলোচনায় ছিল। সম্প্রতি, তা আরও জমে উঠেছে। কারণ, পিএসজিও আর আগের মতো এমবাপ্পেকে ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ নয়। ক্লাব ছাড়ার ব্যাপারে পিএসজি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন এই ফুটবলার। ক্লাবও বলেছে, চাইলে চলে যেতে পারো।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপ্পের চুক্তি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যায়। তবে, ঠিক তখনই নতুন চুক্তি করে ফ্রান্সের ক্লাবটি রেখে দেয় সর্বশেষ বিশ্বকাপে হ্যাট্রিক করা এই ফুটবলারকে। ২০২৪ পর্যন্ত বাড়ানো হয় চুক্তির মেয়াদ। চুক্তিতে ছয় কোটি ইউরো (ইউরোপের মুদ্রা) বেতন ও নয় কোটি আনুগত্য বোনাস পাওয়ার কথা লেখা আছে। এমবাপ্পে পুরো টাকাটাই চাইছেন বলে, খবর প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা।
গতকাল শুক্রবার (২৩ জুন) মার্কায় প্রকাশিত সংবাদ অনুসারে জানা যায়, পিএসজিকে নতুন করে একটি শর্ত জুড়ে দিয়েছেন এমবাপ্পে। যদি এমবাপ্পে ১ জুন ২০২৪ পর্যন্ত তার চুক্তির ১৫০ মিলিয়ন ইউরোর গ্যারান্টির দাবি থেকে সরে আসেন এবং যদি রিয়াল মাদ্রিদ বা অন্য কোনো ক্লাবে তিনি যান তবে সেই ক্লাবকে আরও বেশি ট্রান্সফার ফি দিতে হবে। পাশাপাশি সেই ক্লাব খেলোয়াড়ের জন্য ট্রান্সফার বোনাস দিতে বাধ্য থাকবে না।
এমবাপ্পের মা ফাইজা লামারি পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে আলোচনা করেছেন। তারা একটা সমাধানে আসতে চায়। মার্কার প্রতিবেদন অনুযায়ী, পিএসজি তাদের সেরা তারকাকে ধরে রাখতে সবধরনের চেষ্টা করবে। যদি না পারে, অগত্যা ছেড়ে দিবে।
এমবাপ্পের মায়ের চাওয়া তার ছেলে রিয়ালে খেলুক। স্প্যানিশ এই ক্লাবটিও এমবাপ্পের স্বপ্নের ক্লাব। চলতি মৌসুমে পিএসজি ছেড়ে রিয়ালে পাড়ি জমালে এমবাপ্পেকে ছেড়ে দিতে হবে বেতন ও বোনাসের দেড়শ মিলিয়ন ইউরো। আবার, আগামী মৌসুমে ফ্রি ট্রান্সফারে পরিণত হলে নিশ্চয়তা নেই বড় অঙ্কে অন্য কোনো ক্লাবে যাওয়ার। সে কারণেই, পিএসজিকে এমন শর্ত দিয়ে রাখলেন এমবাপ্পে।