বাড়ছে ক্লাব বিশ্বকাপের পরিধি, বাড়বে দল
নামে বিশ্বকাপ হলেও এতদিন খুব একটা উন্মাদনা ছিল না ফিফা ক্লাব বিশ্বকাপকে ঘিরে। গত ১৫ বছর ধরে সাত মহাদেশের চ্যাম্পিয়ন সাতটি ক্লাবকে নিয়ে হতো এই টুর্নামেন্ট। অল্প কয়েকদিনের টুর্নামেন্টে সরাসরি সেমিফাইনাল খেলত ইউরোপিয়ান অঞ্চলের দলগুলো। তবে, কাতার বিশ্বকাপ চলাকালীন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ‘ক্লাব বিশ্বকাপকে বড় ও আকর্ষণীয় করার চিন্তা ভাবনা করছে ফিফা।’
সভাপতির সেই কথার প্রতিফলন ঘটল অবশেষে। আজ শনিবার (২৪ জুন) ফিফার সভা অনুষ্ঠিত হয়। ২০২৫ সাল থেকে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বর্ধিত ও নতুন আঙ্গিকে হতে চলা এই আসরের আয়োজক দেশ হবে যুক্তরাষ্ট্রের নাম।
এ প্রসঙ্গে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ‘অভিজাত ফুটবল ক্লাবগুলোর জন্য ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ হতে চলেছে দারুণ কিছু। যুক্তরাষ্ট্রের ভীষণ আগ্রহ ও প্রয়োজনীয় অবকাঠামোর পর্যাপ্ততা মিলিয়ে নতুন এবং বড় এই আসরের জন্য তারাই উপযুক্ত আয়োজক।’
ক্লাব ফুটবলের পরিধির সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই বাড়বে প্রতিদ্বন্দ্বিতা। দর্শকের আগ্রহ আরেকটু বাড়িয়ে দিতে ফিফা সভাপতি বলেন, ‘বিশ্বের প্রথম সারির কয়েকটি ক্লাব ইতোমধ্যে কোয়ালিফাই করেছে। সব মহাদেশের ভক্তদের ফুটবলের প্রতি ভালোলাগা ও শক্তি দিয়ে দুবছর পর যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপকে সার্থক করবে।’
এখন পর্যন্ত ফিফা ক্লাব বিশ্বকাপের ১৯টি আসর অনুষ্ঠিত হয়েছে। ২০তম আসর অনুষ্ঠিত হবে সৌদি আরবে, যা অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বরে। ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।