অ্যাশেজ
লর্ডস টেস্টে টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড
প্যাট কামিন্স বীরত্বে এজবাস্টনে প্রথম টেস্টে নিশ্চিত জেতা ম্যাচে হারের স্বাদ পায় ইংল্যান্ড। প্রথম টেস্ট হেরে পিছিয়ে থাকা ইংল্যান্ড লডর্স টেস্টে বেশ সতর্ক। এবার আগে দুই দিন আগে একাদশ জানায়নি ইংলিশরা। সিরিজে সমতায় ফেরার মিশনে টস জিতে বোলিংয়ে স্বাগতিকরা।
আজ বুধবার (২৮ জুন) লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। প্রথম টেস্টে আক্রমণাত্মক ক্রিকেট খেলেও হারের স্বাদ পাওয়ায় বেশ সমালোচনার মুখে পড়তে হয় ইংল্যান্ডকে। তবে আগামী দিনগুলোতেও এই ধারাবাহিকতা ধরে রাখার কথা জানিয়েছেন স্টোকস।
অন্যদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর বেশ ছন্দে আছে অসিরা। টেস্টের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নেওয়ার পর এবার অ্যাশেজেও এগিয়ে গেল প্যাট কামিন্সের দল। এই টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাবে অস্ট্রেলিয়া নাকি প্রতিশোধ নিয়ে সমতায় ফিরবে ইংল্যান্ড, তা তো সময়ই বলে দেবে।
অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাবিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজেলউড ।
ইংল্যান্ডের একাদশ: বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, স্টুর্য়াট ব্রড, ওলি রবিনসন, জশ টঙ্গ ও জেমস অ্যান্ডারসন।