অ্যাশেজ
প্রথম সেশনে অস্ট্রেলিয়ার সাবধানী ব্যাটিং
জস টাংয়ের ইন সুইংগার ছেড়ে দিলেন উসমান খাজা। বল সোজা স্ট্যাম্পে। খাজার উইকেটের পরই প্রথম সেশন শেষ হয়। তার আগে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের পুরোটা সময় দেখেশুনেই খেলেছে অস্ট্রেলিয়া। ২৩.১ ওভারে এক উইকেট হারিয়ে ৭৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় অসিরা। বিরতির আগে ইংল্যান্ডের প্রাপ্তি এই এক উইকেটই।
আজ বুধবার (২৮ জুন) থেকে ইংল্যান্ডের লর্ডসে শুরু হয়েছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মর্যাদা ও ঐতিহ্যের অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তবে ইনিংসের পুরোটা সময় অধিনায়ককে সাফল্য এনে দিতে ব্যর্থ হয় বোলাররা।
১৩তম ওভারের শেষ বলে সুযোগ এসেছিল ইংল্যান্ডের সামনে। স্টুয়ার্ট ব্রডের আউট সুইংগারে বিভ্রান্ত হয়ে স্লিপে ক্যাচ তুলে দেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার। স্লিপে থাকা ওলি পোপ সেটি লুফে নিতে ব্যর্থ হন। তখন ২০ রানে ব্যাট করা ওয়ার্নার পরে তুলে নেন অর্ধশতক। ৫৩ রানে অপরাজিত থেকে লাঞ্চে গেছেন তিনি।
প্রথম টেস্টে অসিদের জয়ের নায়ক উসমান খাজা আউট হওয়ার আগ পর্যন্ত খেলছিলেন দেখেশুনেই। কিন্তু, টাংয়ের প্রথম শিকারে পরিণত হন শেষ সময়ে। ১৭ রান করা খাজা আউট হলে ভাঙে অসিদের ৭৩ রানের ওপেনিং জুটি।
এর আগে ওভালে প্রথম টেস্টে জয়ের খুব কাছে গিয়েও দুই উইকেটে হারতে হয় ইংল্যান্ডকে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।