ইতিহাসের প্রথম বোলার হিসেবে অনন্য কৃতিত্ব গড়লেন লায়ন
ইংল্যান্ডের লর্ডসে চলছে অ্যাশেজ সিরিজ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মর্যাদার এই লড়াইয়ে প্রথম টেস্ট জিতে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সেই জয়ে বল হাতে সামনে থেকে অবদান রেখেছেন অসি স্পিনার নাথান লায়ন। অস্ট্রেলিয়া দলের অবিচ্ছেদ্য অংশ তিনি। এতটাই যে, অসিদের খেলা সর্বশেষ ১০০ টেস্টের সবগুলোতে খেলেছেন তিনি!
নিজেদের ওয়েবসাইটে আজ এমনটিই জানিয়েছে আইসিসি। আজ বুধবার (২৮ জুন) থেকে শুরু হওয়া অ্যাশেজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমে এই কৃতিত্ব অর্জন করেন লায়ন।
২০১৩ সালে এই লর্ডসেই সর্বশেষ বাদ পড়েছিলেন। এবার লর্ডসেই গড়লেন টানা ১০০ টেস্ট ম্যাচ খেলার অনন্য এক রেকর্ড। লায়নের আগে ছোট এই তালিকায় ছিলেন মাত্র পাঁচজন। যাদের মধ্যে দুজনই অস্ট্রেলিয়ার। অ্যালান বোর্ডার ও মার্ক ওয়াহ ছাড়াও এই তালিকায় আছেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, বর্তমান ইংলিশ কোচ নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও ভারতের সুনীল গাভাস্কার।
একটা জায়গায় লায়ন ছাড়িয়ে গেছেন সবাইকে। লায়ন ছাড়া এখানে বাকি সবাই ব্যাটার। একমাত্র বোলার তিনি। অর্থাৎ, সাদা পোশাকের ইতিহাসে টানা ১০০ টেস্ট খেলা প্রথম বোলারের নামটি এখন নাথান লায়ন।
দীর্ঘ এই যাত্রা প্রসঙ্গে অসি অফস্পিনার লায়ন বলেন, ‘এটি এমন কিছু যা নিয়ে আমি সত্যিই গর্বিত। টানা ১০০ ম্যাচ খেলা, টেস্ট ক্রিকেটে এটা বিশাল ব্যাপার। অনেক উত্থান পতন পাড়ি দিতে হয়েছে। এই অস্ট্রেলিয়া দল ছাড়া এটা অসম্ভব ছিল।’
অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাকে ১২২ ম্যাচ খেলে ৪৯৫ উইকেট শিকার করেছেন লায়ন। চলতি টেস্টে পাঁচ উইকেট পেলে স্পর্শ করবেন ৫০০ উইকেটের আরেকটি মাইলফলক। প্রথম টেস্টে দুই ইনিংসে চারটি করে আট উইকেট পাওয়া লায়নের জন্য এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট পাওয়া খুব কঠিন হওয়ার কথা না। এটি করতে পারলেই ঢুকে যাবেন ৫০০ উইকেট পাওয়াদের দলে।