অ্যাশেজ
স্মিথ-হেডের ব্যাটে প্রথম দিনে অস্ট্রেলিয়ার দাপট
এ যেন এজবাস্টন টেস্টের পুনরাবৃত্তি। প্রথম ইনিংসে স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেডের ব্যাটে ভর করে বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল অস্ট্রেলিয়া। লডর্স টেস্টেও সেই ধারাবাহিকতা ধরে রাখলেন এই দুই ব্যাটার। তাদের শতরানের জুটিতে লডর্স টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিল অসিরা।
গতকাল বুধবার (২৮ জুন) লডর্স ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনশেষে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। স্মিথ ৮৫ ও ক্যারি ১১ রানের অপরাজিত আছেন।
এজবাস্টন টেস্ট জিতে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া লডর্স টেস্টে টসে হেরেও প্রথম সেশনে দুর্দান্ত ব্যাটিং করে। দুই ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার মিলে গড়েন ৭৩ রানের উদ্বোধনী জুটি। খাজা অবশ্য এদিন ইনিংস লম্বা করতে পারেননি। ব্যক্তিগত ১৭ রানে ফিরেছেন ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট খেলতে নামা জশ টংয়ের বলে বোল্ড হয়ে।
অবশ্য খাওয়াজাকে তুলে নেওয়ার কয়েক ওভার পর ওয়ার্নারকেও তুলে নেন টং। তাকেও বোল্ড করে দেন এই তরুণ পেসার। এরপর মারনাশ লাবুশানকে নিয়ে দলের হাল ধরেন স্মিথ। গড়েন ১০২ রানের জুটি। এ জুটি ভাঙেন অলি রবিনসন। লাবুশেনকে উইকেটরক্ষক বেয়ারস্টোর ক্যাচে পরিণত করেন তিনি। এরপর হেডের সঙ্গে আরও একটি দারুণ জুটি গড়েন স্মিথ। তৃতীয় উইকেটে ১১৮ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার।
এরপর অবশ্য ইংলিশ শিবিরে কিছুটা স্বস্তি ফেরান সাবেক অধিনায়ক জো রুট। জোড়া আঘাত হানেন এ পার্ট টাইম স্পিনার। হেডকে স্টাম্পিংয়ে ফাঁদে ফেলে জুটি ভাঙার পর ক্যামেরুন গ্রিনকে ফেরান খালি হাতে। তবে দিনের শেষভাগটা আলেক্স ক্যারিকে নিয়ে শেষ করেন স্মিথ। অবিচ্ছিন্ন ২৩ রানের জুটি গড়ে অপরাজিত রয়েছেন তারা।