বিক্ষোভকারীকে কোলে তুলে মাঠছাড়া করলেন বেয়ারস্টো
জাস্ট স্টপ ওয়েল-যুক্তরাজ্যের পরিবেশবাদী এই সংগঠনটির নাম এখন সবারই জানা। কেননা যুক্তরাজ্যে জীবাশ্ম জ্বালানি প্রকল্প বন্ধের দাবি জানিয়ে বেশ কয়েকবার ফুটবল, ক্রিকেট, রাগবিসহ বড় বড় সব ইভেন্টে এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা মাঠের ভেতরে প্রবেশ করে এসেছেন আলোচনায়।
এবার অ্যাশেজের দ্বিতীয় টেস্টে মাঠে হাজির তারা। গায়ের টিশার্টে লেখা- জাস্ট স্টপ ওয়েল আর হাতে কমলা পাউডার। লর্ডস টেস্টের শুরুর দিনেই মাঠে ঢুকে পড়েছিল সংগঠনটির দুই কর্মী। মাঠে ঢুকে মূল পিচের দিকে এগিয়ে যেতে থাকলে তাদের বাধা দেয় ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো। এক বিক্ষোভকারীকে কোলে তুলে মাঠের বাইরে নিরাপত্তাকর্মীদের কাছে রেখে আসেন বেয়ারস্টো।
সে সময় বেয়ারস্টোর জার্সি ও কিপিং গ্লাভসে কমলা রং লেগে যাওয়ায় দ্রুতই জার্সি বদলাতে ড্রেসিংরুমে ছুটে যান বেয়ারস্টো। পরে জার্সি বদল করেই মাঠে ফেরেন এই ক্রিকেটার। আর তার এমন ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বেয়ারস্টো যখন মাঠ থেকে বের হয়ে যান, মাঠকর্মীরা তখন ঘাসের ওপর থেকে কমলা রংয়ের পাউডার পরিষ্কার করতে থাকেন। এ সময় প্রায় ছয় মিনিট খেলা বন্ধ থাকে। সেই আন্দোলনকর্মীকেও পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। মাঠে যে দুজন ঢুকেছিলেন তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। মাঠে ঢুকতে না পারা আরেক আন্দোলনকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।
এই বিষয়ে জাস্ট স্টপ অয়েলের এক মুখপাত্র ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেন, ‘ক্রিকেট আমাদের জাতীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমরা কীভাবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় লড়াই উপভোগ করতে পারি, যখন পৃথিবীই মানুষের বসবাসযোগ্য নয়? আমরা অন্যমনস্ক থাকতে পারি না, যখন আমাদের খেলা, খাদ্য ও সংস্কৃতি ঝুঁকির মুখে।’