বেয়ারস্টোকে প্রশংসায় ভাসালেন ঋষি সুনাক
লডর্স টেস্টের প্রথম দিনে মাঠের উত্তেজনা ছাপিয়ে আলোচনায় জাস্ট স্টপ ওয়েলের দুই বিক্ষোভকারী। হুট করেই নিরাপত্তা বেষ্টনি টপকে মাঠে ঢুকে খেলা বন্ধ করার চেষ্টা করেন তারা। এদের একজনকে কোলে তুলে মাঠের বাইরে নিয়ে যায় ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, মাঠে ঢুকে পড়া আন্দোলনকারীকে থামাতে বেয়ারস্টোর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
এ বিষয়ে সুনাকের মুখপাত্র বলেন, ‘লাখ লাখ মানুষকে আনন্দ দেয়, এমন একটি অনুষ্ঠানকে লক্ষ্য করে এ ধরনের স্বার্থপর ও গেরিলা কৌশলের বিষয়ে সরকারকে ক্ষমতা দেখাতে হয়, যেখানে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারে। প্রধানমন্ত্রী খুশি যে খেলাটি দ্রুত পুনরায় শুরু করা গেছে। তিনি নিরাপত্তাকর্মী, জনি বেয়ারস্টোর কর্মতৎপরতা এবং এগিয়ে আসা ইংল্যান্ডের অন্য খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন।’
এর আগে গত বুধবার (২৮ জুন) অ্যাশেজের দ্বিতীয় টেস্টে মাঠে হাজির হয় জাস্ট স্টপ ওয়েলের বিক্ষোভকারীরা। গায়ের টি-শার্টে লেখা ছিল–‘জাস্ট স্টপ ওয়েল’। তাদের হাতে ছিল কমলা রঙয়ের পাউডার। লর্ডস টেস্টের শুরুর দিনেই মাঠে ঢুকে পড়েছিল সংগঠনটির দুই কর্মী। মাঠে ঢুকে মূল পিচের দিকে এগিয়ে যেতে থাকলে তাদের বাধা দেয় ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো। এক বিক্ষোভকারীকে কোলে তুলে মাঠের বাইরে নিরাপত্তাকর্মীদের কাছে রেখে আসেন বেয়ারস্টো।
ওই সময় বেয়ারস্টোর জার্সি ও কিপিং গ্লাভসে কমলা রং লেগে যাওয়ায় দ্রুতই জার্সি বদলাতে ড্রেসিংরুমে ছুটে যান বেয়ারস্টো। পরে জার্সি বদল করেই মাঠে ফেরেন এই ক্রিকেটার। আর তার এমন ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বেয়ারস্টো যখন মাঠ থেকে বের হয়ে যান, মাঠকর্মীরা তখন ঘাসের ওপর থেকে কমলা রংয়ের পাউডার পরিষ্কার করতে থাকেন। এ সময় প্রায় ছয় মিনিট খেলা বন্ধ থাকে। সেই আন্দোলনকর্মীকেও পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। মাঠে যে দুজন ঢুকেছিলেন তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। মাঠে ঢুকতে না পারা আরেক আন্দোলনকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।