রোনালদোর পছন্দেই আল নাসেরে আসতে পারেন কাস্ত্রো
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় সৌদি আরবের ক্লাব আল নাসেরের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রুডি গার্সিয়া। রোনালদোর মনে হয়েছিল, ফুটবলারদের কাছ থেকে তাদের সেরাটা বের করে আনতে ব্যর্থ হচ্ছিলেন গার্সিয়া। এছাড়া, ড্রেসিংরুমের নানা দ্বন্দ্ব মিলিয়ে গার্সিয়াকে গত এপ্রিলে বরখাস্ত করে আল নাসের। এরপর থেকে ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন জেলিসিচ গার্সিয়া।
তখন থেকেই পূর্ণকালীন কোচ খুঁজছে আল নাসের। এমনকি তারা জিনেদিন জিদানকেও লোভনীয় প্রস্তাব দিয়েছিল। তবে জিদান তা নাকচ করে দেন। এবার আল নাসেরের লক্ষ্য লুইস কাস্ত্রোকে কোচ হিসেবে নিয়ে আসা। এটিও, রোনালদোর পছন্দেই। এমনটিই জানিয়েছে গোল ডটকম।
আজ শুক্রবার (৩০ জুন) গোল ডটকমের প্রতিবেদন অনুসারে জানা যায়, লুইস কাস্ত্রোকে কোচ করার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে আল নাসের। রোনালদো সরাসরি যোগাযোগ করেছেন তারই স্বদেশি কাস্ত্রোর সঙ্গে। ৬১ বছর বয়সী পর্তুগিজ কোচ কাস্ত্রো বর্তমানে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোতে। চলতি মৌসুম শেষেই তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কাস্ত্রোর।
সূত্র অনুযায়ী, কাস্ত্রোকে দুই বছরের জন্য চুক্তির প্রস্তাব দিয়েছে আল নাসের। চাইলে কাস্ত্রো আরও এক বছর বাড়াতে পারবেন চুক্তির মেয়াদ। যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে কাস্ত্রোকে পেতে বোতাফোগোকে ২৩ লাখ ইউরো রিলিজ ক্লজ দিতে হবে আল নাসেরের।
কোচ হিসেবে লুইস কাস্ত্রোর ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এ পর্যন্ত ১২ টি ক্লাবকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে বর্ষীয়ান এই কোচের।