বর্ণবাদী আচরণের অভিযোগে আটক পিএসজি কোচ
পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ফরাসি ক্লাব পিএসজির কোচ ক্রিস্টোফ গালতিয়েরকে। বর্ণবাদী আচরণের অভিযোগে তাকে আটক করা হয়। আজ শুক্রবার (৩০ জুন) গালতিয়েরের সঙ্গে আটক করা হয় তার ছেলে জন গালতিয়েরকেও। জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
পিএসজিতে থাকার আগে আরেক ফরাসি ক্লাব নিসের দায়িত্বে ছিলেন গালতিয়ের। সেখানেই তার বিরুদ্ধে বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণ ও মন্তব্যের অভিযোগ উঠেছে, যা খতিয়ে দেখছে ফরাসি পুলিশ। যদিও, অভিযোগ অস্বীকার করেছেন পিএসজির কোচ।
সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যমে ক্লাবের মালিককে উদ্দেশ্য করে লেখা নিসের ফুটবল ডিরেক্টর জুলিয়েন ফোর্নিয়েরের একটি ই-মেইল ফাঁস হয়, সেখানে গালতিয়েরের বিপক্ষে বর্ণবাদের অভিযোগ তোলেন তিনি। তার ভাষ্যমতে, সে সময় নিসে থাকা কৃষ্ণাঙ্গ ও মুসলিম খেলোয়াড়দের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন গালতিয়ের।
এদিকে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি থাকলেও গালতিয়েরকে মৌসুম শেষে আর রাখতে চাইছে না পিএসজি। উভয়পক্ষের সমঝোতায় চাকরি ছাড়তে পারেন মেসি-এমবাপ্পে-নেইমারদের কোচিং করানো গালতিয়ের।