রেকর্ডের ম্যাচেই দুঃসংবাদ পেলেন লায়ন
মাইলফলক অর্জনের ম্যাচটা এমন দুঃস্বপ্ন বয়ে আনবে, ভাবতে পেরেছিলেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন? লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে গড়েছেন অনন্য এক মাইলফলক। টানা ১০০ টেস্ট খেলা ইতিহাসের প্রথম বোলার, সার্বিকভাবে ষষ্ঠ ক্রিকেটার।
কিন্তু, লর্ডস টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিংয়ে বেন ডকেটের একটি শট বাঁচাতে ডান পায়ের নিচের অংশে চোট পান লায়ন। ফিজিওরা মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দিলেও লায়ন বেশিক্ষণ টিকতে পারেননি। চলে যান ড্রেসিংরুমে।
দ্বিতীয় দিন আর মাঠে নামেননি লায়ন। তৃতীয় দিন সকালে তাকে দেখা যায় ক্রাচে ভর দিয়ে মাঠে আসতে। ক্রিকেট অস্ট্রেলিয়ার বরাতে জানা যায়, ডান পায়ের পেছনের মাংসপেশিতে টান পড়েছে লায়নের। চোট যথেষ্ট গুরুতর।
এতে কেবল লর্ডস টেস্টের বাকি দুইদিন নয়, শেষ হয়ে যেতে পারে লায়নের পুরো অ্যাশেজটাই। এমনটি হলে চলতি অ্যাশেজ সিরিজের বাকি তিন ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।
তবে, ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও নির্দিষ্ট করে জানায়নি ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে লায়নকে। অথচ, এই ম্যাচে টানা ১০০ ম্যাচে রেকর্ড করার পাশাপাশি আরেকটি মাইলফলকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন লায়ন।
১২২ টেস্টে লায়নের শিকার ৪৯৬ উইকেট। অ্যাশেজের প্রথম টেস্টে এজবাস্টনে দুই ইনিংসে আট উইকেটে নিয়েছিলেন তিনি। একই ফর্ম বজায় থাকলে এই টেস্টেই হয়তো ছুঁয়ে ফেলতেন ৫০০ উইকেটের মাইলফলকও।