কলকাতায় মার্টিনেজের কর্মসূচি
ঢাকায় ১১ ঘণ্টার সফর শেষে এখন কলকাতায় অবস্থান করছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশে খুব একটা কর্মসূচি না থাকলেও কলকাতায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। আজ (মঙ্গলবার) ও আগামীকাল (বুধবার) বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সোমবার (৩ জুলাই) কলকাতা বিমানবন্দরে বিশ্বকাপজয়ী এই দলের সদস্যকে একনজর দেখতে ফুটবলপ্রেমীদের ছিল বাঁধভাঙা উল্লাস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিষ দত্ত ও পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বসু।
আজ মঙ্গলবার (৪ জুলাই) প্রথমে একটি আলোচনা সভায় যোগ দেবেন মার্টিনেজ। সেখানে নিজের জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করবেন তিনি। সেখানে ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তা ছাড়াও ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বিকেলে মাঠে যাবেন এই ফুটবলার। সেখানে মোহনবাগানের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে। সেখানে একটি ফ্রেন্ডশিপ কাপ খেলা হবে। খেলবেন পুলিশ কমিশনার একাদশ ও মোহনবগানের সাবেক ফুটবলাররা।
৫ জুলাই মার্টিনেজের যাওয়ার কথা মন্ত্রী সুজিত বসুর ক্লাব শ্রীভূমি স্পোর্টিংয়ে। সেখানে বিভিন্ন ক্লাবের জুনিয়র এবং সাব-জুনিয়র পর্যায়ের গোলকিপারদের সঙ্গে কথা বলবেন তিনি। এছাড়াও কলকাতা পুলিশের ফ্রেন্ডস কাপে থাকবেন তিনি। শুধু তাই নয়, উদ্বোধন করবেন পেলে- ম্যারাডোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেইট। সবমিলিয়ে আগামী দুই দিন যে কলকাতায় বেশ ব্যস্ত সময় পার করবেন মার্টিনেজ, তা তো বলাই যায়।