মোটা অঙ্কের জরিমানা নেইমারের
আলোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। মাঠের বাইরের নানা ইস্যুতে আলোচনায় ৩০ বছর বয়সী এই তারকা। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্ডির মন ভাঙার পর এবার পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে এই ব্রাজিলিয়ান ফুটবলারকে।
আজ মঙ্গলবার ( ৪ জুলাই) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের রিও ডি জেনিরোতে নেইমারের একটি প্রাসাদ রয়েছে। সেখানে নতুন একটি স্থাপনার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার কর্তৃপক্ষ। পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩৩ লাখ ডলার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশী টাকায় ৩৫ কোটি টাকারও বেশি।
নেইমারের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু নিয়ম লঙ্ঘন খুঁজে পাওয়া যায়। ব্রাজিলের মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়ের অভিযোগ, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করেছেন নেইমার, যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে।
২০১৬ সালে ১০ হাজার বর্গমিটারের বিশাল বাড়ি কিনেছেন নেইমার। সেখানে হেলিপ্যাড, স্পা ও জিমনেশিয়ামও ছিল। সোমবার (৩ জুলাই) স্থানীয় প্রশাসন সেখানে গিয়ে কৃত্রিম লেক ও সৈকত দেখতে পান, যা নিয়ম না মেনেই করা হয়েছে।
কর্তৃপক্ষ এরই মধ্যে কৃত্রিম লেক ও সৈকতের অংশটি ঘেরাও করে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। কিন্তু ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর দাবি, নিয়মনীতির তোয়াক্কা না করে নেইমার সেখানে পার্টির আয়োজন করেছেন এবং লেকে গোসল করতে নেমেছেন। শাস্তির বিরুদ্ধে আবেদন করতে নেইমার ২০ দিন সময় পাবেন। তবে এ ব্যাপারে নেইমারের মুখপাত্রের সঙ্গে সংবাদ সংস্থা এএফপি যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করেননি।