নিজেদের নিয়ে আশাবাদী আফগান অধিনায়ক
গত কয়েক বছর ধরে ওয়ানডেতে বেশ ধারাবাহিক আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী তারা। আগামীকাল বুধবার (৫ জুলাই) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মাঠে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান লড়াই। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে কাল।
ম্যাচের আগে আজ মঙ্গলবার (৪ জুলাই) সংবাদ সম্মেলনে হাসমতউল্লাহ শহীদি বলেন, ‘আমরা অনেক দিন ধরে ওয়ানডে খেলছি। বিশেষ করে ওয়ানডেতে গত দুই বছর আমরা খুব ভালো খেলছি। আমরা একটা দল গড়ে তুলতে পেরেছি। তাদের নিয়ে কাজ করছি। ম্যাচ বাই ম্যাচ উন্নতি করে আসছে দল। আমি মনে করি, ওয়ানডেতে আমরা ভালো দল।’
আফগানরা ভালো খেললেও খেলাটা যখন বাংলাদেশের মাটিতে, বিশ্বের যে কাউকে হারানোর সামর্থ্য রাখে দলটি। চলতি বছরই রঙিন পোশাকে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। সে কথা মনে করিয়ে দিলে আফগান অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ ভালো খেলছে। আমরাও জিততেই এসেছি। ওয়ানডেতে বর্তমানে আমরা দারুণ দল। ভালো অবস্থানে আছি আমরা।’
গত মাসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আফগান দলে ছিলেন না রশিদ খান, মোহাম্মদ নবীরা। ওয়ানডে দলে ফিরেছেন তারা। আফগানদের দলে পেসার স্পিনার সমন্বয় নিয়ে শহীদি বলেন, ‘সবাই জানে বিশ্বের সেরা স্পিনার আমাদের দলে। স্পিনের পাশাপাশি আমাদের পেস আক্রমণও দুর্দান্ত। আমাদের বোলিং বেশ ভারসাম্যপূর্ণ্য।’