এবারও বিশ্বকাপ খেলা হলো না জিম্বাবুয়ের
২০১৯ সালের বিশ্বকাপে সুযোগ হয়নি খেলার। সেই দুঃখ কাটিয়ে ওঠার সুযোগ জিম্বাবুয়ে পেয়েছিল খুব ভালোভাবেই। চলতি বছর অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে দারুণভাবে টিকে ছিল জিম্বাবুয়ে। কিন্তু, খেই হারায় শেষ দিকে। সুপার সিক্সের প্রথম তিন ম্যাচ জেতা জিম্বাবুয়ে শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই উঠে যেত বিশ্বকাপের মূলপর্বে। তবে, সেটি আর হলো না। চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার পর শেষ ম্যাচে হারল স্কটল্যান্ডের কাছে।
আজ মঙ্গলবার (৪ জুলাই) বিশ্বকাপ বাছাইপর্বে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয় স্বাগতিক জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৩১ রানে হারায় স্কটল্যান্ড।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৪ রান তোলে স্কটিশরা। জবাবে ৪১.১ ওভারে ২০৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
ব্যাট করতে নামা স্কটিশরা বেশ ধীরগতিতেই শুরু করে। ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রিজ ৪৫ বলে ২৮ রান করেন। তবে, আরেক ওপেনার ম্যাথু ক্রস ৩৮ রান করতে খেলেন ৭৫ বল। মাইকেল লিস্কের ৩৪ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ভর দিয়ে স্কটিশদের রান ২৩৪ পর্যন্ত যায়।
জিম্বাবুয়ের পক্ষে শিন উইলিয়ামস তিনটি ও টেন্ডাই চাতারা নেন দুই উইকেট।
জবাব দিতে নেমে মাত্র ৩৭ রানেই চার উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। সেখান থেকে ৩৪ রান করা সিকান্দার রাজা ও ৮৩ রান করা রায়ার্ন বার্ল দলকে বাঁচানোর চেষ্টা করেন। ৪০ রান করে তাদের সঙ্গ দেন ওয়েসলি মাদেভিরে।
কিন্তু, বাকি সবাই ব্যর্থ হওয়ায় এবারেও বিশ্বকাপের বিমান ধরা হলো না জিম্বাবুয়ের।