বৃষ্টির পর ফের শুরু প্রথম ওয়ানডে
আফগানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। ১৫ ওভারেই স্কোরবোর্ডে ৮৪ রান তুলে আফগানদের জবাবটা ভালোই দিচ্ছিল বাংলাদেশ। তবে হুট করেই বৃষ্টির বাধা, বেশ খানিকক্ষণ বন্ধ থাকে খেলা। স্বস্তির খবর, বৃষ্টি থামায় ফের মাঠে নেমেছে বাংলাদেশ।
আজ বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে হানা দেয় বৃষ্টি। তাতে খেলা বন্ধ করে দৌড়ে ড্রেসিংরুমে চলে যায় ক্রিকেটাররা। প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে খেলা। যদিও কোনো ওভার কাটা হয়নি।
বৃষ্টির আগ পর্যন্ত ১৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৪ রান। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। তামিম-লিটনের ব্যাটিং ভালো শুরুর ইঙ্গিত দিলেও, নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় কিছুটা চাপে পড়ে বাংলাদেশ ।এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান আফগান অধিনায়ক রশিদ খান।