সাগরিকায় চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
ওয়ানডে ঘরের মাঠে খেলা মানেই বাংলাদেশের আধিপত্য। অন্তত গত কয়েক বছরের পরিসংখ্যান সেই কথাই বলে। সাকিব-তামিমদের নতুন চ্যালেঞ্জের নাম আফগানিস্তান। সাগরিকায় প্রথম ওয়ানডেতে ব্যাটারদের ব্যর্থতায় চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
আজ বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথমে ভালো শুরুর ইঙ্গিত দেয় দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তবে দলীয় ৩০ রানের মাথায় ফজল হক ফারুকীর বলে উইকেটের পেছনে গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক তামিম। ২১ বলে ১৩ রান করেন বাঁহাতি এই ব্যাটার।
তামিমের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়েন লিটন। তবে সেই জুটিও বেশি বড় হয়নি। দলীয় ৬৫ রানে মুজিবুর রহমানের বলে ক্যাচ তুলে দেন লিটন। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৩৫ বলে ২৬ রান।
এরপর দলীয় ৭২ রানে ফিরে যান শান্তও। ১৬ বলে ১২ রান করেন তিনি। সবমিলিয়ে শুরুতে তিন নির্ভরযোগ্য ব্যাটারকে হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশের। তারপর বৃষ্টিতে ৩০ মিনিট বন্ধ থাকার পর খেলা আবার শুরু হলে হৃদয়কে নিয়ে জুটি গড়েন সাকিব। তবে দলীয় ১০৯ রানে সাকিবের বিদায়ে ফের বিপাকে পড়ে বাংলাদেশ। ৩৮ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন সাকিব। সাকিবের বিদায়ের মাত্র ৩ বলের মাথায় আউট হয়ে যান মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ৩ বলে ১ রান করে রশিদের বলে বোল্ড হন তিনি। এরপর ক্রিজে থিতু হতে পারেনি মিরাজ-আফিফরাও। সবমিলিয়ে ১৩৯ রানে ৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ৩৫ তম ওভারে দ্বিতীয় বারের মতো বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। এর আগে ১৬তম ওভারে বৃষ্টির হানায় প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ ছিল।