অবসর নাকি অধিনায়কত্ব ছাড়বেন, কোন পথে হাঁটবেন তামিম?
আফগানিস্তানের কাছে লজ্জার হার ছাপিয়ে আলোচনায় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মধ্যরাতে সাংবাদিকদের বার্তা পাঠিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন দেশসেরা ওপেনার। কী সিদ্ধান্ত নেবেন সংবাদ সম্মেলনে, তা নিয়ে ভক্ত সমর্থকদের জল্পনার শেষ নেই।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর দেড়টায় চট্টগ্রামের জুবলি রোডে হোটেল টাওয়ার ইনে তামিম ইকবালের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই নিজের অবস্থান পরিস্কার করবেন তামিম। বিশ্বকাপের ঠিক কয়েক মাস আগে তামিমের এমন সংবাদ সম্মেলন ভালো কিছুর বার্তা দিচ্ছে না।
সংবাদ সম্মেলনে হয়তো অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন তামিম। এর পেছনে অবশ্য বেশ কিছু কারণ রয়েছে। ব্যাট হাতে তামিমের অফফর্ম। গত কয়েকটি সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি তামিম। পাশাপাশি তার ফিটনেসও বড় দুশ্চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টের জন্য।
দ্বিতীয়ত অবসরের সিদ্ধান্তও হয়তো নিতে পারেন তামিম। শোনা যাচ্ছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পাশাপাশি বোর্ডের সঙ্গে তামিমের সম্পর্কের টানাপোড়ন। এর ওপর চোট নিয়েই আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলেছিলেন তামিম। যা নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ক্ষোভ ঝেড়েছেন।
এর আগে, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটকে চিরতরে বিদায় বলেন তামিম। এবারও তেমনটা হওয়ার শঙ্কাই করছেন অনেকে।
সবমিলিয়ে, এই ইস্যুতে বিসিবিকে আপোষের কোনো সুযোগ দেবেন, নাকি অভিমানী তামিম নিজের সিদ্ধান্তটা একান্ত নিজেই নেবেন; সেই প্রশ্নের উত্তর মিলবে আর কিছুক্ষণ পরই।