অবসরের ঘোষণায় যা বললেন তামিম
গুঞ্জন ডালপালা মেলেছিল আগেই। সংবাদ সম্মেলনে তামিম ইকবাল এসে সত্যি সত্যিই অবসরের ঘোষণা দিলেন। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) আন্তজার্তিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা জানালেন দেশসেরা ওপেনার।
চট্টগ্রামের একটি হোটেলে নিজের অবসরের ঘোষণায় তামিম বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই আমার আন্তজার্তিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল। এর পেছনে তেমন কোনো কারণ ছিল না। হুট করে এমন সিদ্ধান্ত আমি নেইনি। আমি গতকয়েকদিন ধরেই আমার পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি।’
তামিম জানান, তাঁর বাবার স্বপ্ন পূরণ করতে পেরে আনন্দিত তিনি। সদ্য সাবেক হয়ে যাওয়া অধিনায়ক বলেছেন, ‘আমি সবসময় একটা কথা বলেছি, আমি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য ক্রিকেট খেলেছি। আমি তাকে গত ১৬ বছরের ক্যারিয়ারে যতটুকু গর্বিত করতে পেরেছি। তাতে আমি খুশি।’
সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সতীর্থ, ভক্ত ও নিজের শৈশবের কোচকেও ধন্যবাদ জানিয়েছেন তামিম।
দেশসেরা ওপেনার বলেছেন, ‘আমি আমার সব সতীর্থকে ধন্যবাদ জানাই, আমাকে এত বছর ধরে সাপোর্ট করার জন্য। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই, আমাকে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ায়। ধন্যবাদ জানাই আমার শৈশবের কোচকেও। আমার চোট চাচা যিনি কিছুদিন আগে মারা যান তার কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আন্তজার্তিক ক্রিকেট ছাড়া আমার জন্য সহজ নয়। আসলে আমার খুব বেশি কিছু বলার নেই। আমি একটা জিনিসই বলতে চাই সেটি হলো, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি ভালো খেলার। আমি আসলেই নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। আমি কতটা ভালো খেলোয়াড় ছিলাম, আদৌ ভালো ছিলাম কিনা, আমি জানি না। তবে আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি।আমি যখনই মাঠে নেমেছি আমি আমার শতভাগ দিয়েছি।’