বিদায় বেলায় সাংবাদিকদের যে বার্তা দিলেন তামিম
স্বপ্ন ছিল ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। তামিমের সেই স্বপ্ন অধরাই থেকে গেল। নিজের শেষ বিশ্বকাপের ঠিক তিনমাস আগে আন্তজার্তিক ক্রিকেটকে জানিয়ে দিলেন বিদায়। অবসরের ঘোষণায় গণমাধ্যমকর্মীদের বার্তা দিয়ে গেলেন ৩৪ বছর বয়সী এ ওপেনার।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম। বিদায় বেলায় নিজের আবেগকে ধরে রাখতে পারেনি ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।
বিদায় বেলায় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে না ভাবার অনুরোধ জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তামিম বলেন,‘গণমাধ্যমে কাছে আমার একটাই অনুরোধ, যারা সামনে ক্রিকেট খেলবে, আপনারা তাদের কথা ভালো-খারাপ যাই লেখবেন, সেটা যাতে শুধুমাত্র ক্রিকেটে সীমাবদ্ধ থাকে। আপনারা ক্রিকেটের বাইরের সীমা অতিক্রম করবেন না। ক্রিকেটাররা ভালো খেলতে আপনারা প্রশংসা করবেন। আর খারাপ খেললে সমালোচনা করবেন, এটা খুবই স্বাভাবিক।’
তামিম আরও যোগ করেন, ‘মাঝেমধ্যে আমরা অনেকেই সেই সীমা অতিক্রম করে যাই। যারা এখন ক্রিকেট খেলছে, বিশেষ করে যারা বিশ্বকাপ খেলবে, আমি আশাকরি আপনারা নিজেদের দলের একজন সদস্য মনে করে তাদের পাশেই থাকবেন। এটাই খুব গুরুত্বপূর্ণ।’
অবসরের ঘোষণা তামিম আরও বলেন, ‘আমি সবসময় একটা কথা বলেছি, আমি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য ক্রিকেট খেলেছি। আমি তাকে গত ১৬ বছরের ক্যারিয়ারে যতটুকু গর্বিত করতে পেরেছি। তাতে আমি খুশি। নিজের শৈশবের কোচকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আন্তজার্তিক ক্রিকেট ছাড়া আমার জন্য সহজ কোনো সিদ্ধান্ত ছিল না।’