অ্যাশেজ
লিডসে প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয়ে অসিরা
টানা দুই টেস্টে শেষবেলায় জিততে জিততেও হার মানতে হয়েছে ইংল্যান্ডকে। ঘরের মাঠের অ্যাশেজে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) তৃতীয় টেস্টে লিডসের হেডিংলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রথম সেশনে অন্তত সফল ইংলিশরা। ২৬ ওভারে ৯১ রান তুলতেই চার উইকেট হারায় অসিরা।
দিনের প্রথম ওভারেই স্টুয়ার্ট ব্রডের আঘাত। অসি ওপেনার ডেভিড ওয়ার্নারকে ৪ রানে ফেরান ব্রড। ব্যক্তিগত ১৩ রানে মার্ক উডের বলে বোল্ড হন আরেক ওপেনার উসমান খাজা। ক্রিজে টিকে থাকার চেষ্টা করেন মার্নাস লাবুশেন।
৫৮ বলে ২১ রান করা লাবুশেনকে ফেরান ক্রিস ওকস। লাঞ্চের আগে চতুর্থ অসি ব্যাটার হিসেবে আউট হন স্টিভেন স্মিথ। ১৫ রান করা স্মিথও পরিণত হন ব্রডের শিকারে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতি থেকে ফিরে অসিদের সংগ্রহ চার উইকেটে ১১৬ রান। ক্রিজে আছেন দুই অসি ব্যাটার ট্রাভিস হেড ও মিচেল মার্শ। মার্শ ২৪ ও হেড ১৬ রানে অপরাজিত আছেন।