শেষ দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে নেদারল্যান্ডস
শ্রীলঙ্কা আগেই নিশ্চিত করেছিল বিশ্বকাপের মূলপর্ব। জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছিল স্কটল্যান্ড। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর বাছাইপর্বের সুপার সিক্সে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের ম্যাচটা হয়ে দাঁড়ায় অঘোষিত ফাইনাল। জিম্বাবুয়ের বুলাওয়েতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ডকে চার উইকেটে হারিয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে নেদারল্যান্ডস।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৭৭ রান করে স্কটল্যান্ড। জবাবে ৪২.৫ ওভারে ছয় উইকেটে ২৭৮ রান তোলে নেদারল্যান্ডস।
ব্যাট হাতে প্রথম ওভারেই স্কটিশরা হারায় ওপেনার ম্যাথু ক্রসকে। শূন্য রানে তাকে ফেরান ভ্যান বিক। আরেক ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রীজ করেন ৩২ রান। স্কটিশদের হয়ে শতক হাঁকান ব্র্যান্ডন ম্যাকমালেন। ১১০ বলে ১০৬ রানের ইনিংসটি সাজান ১১ চার ও তিন ছক্কায়।
হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক রিচি বেরিংটন। ৬৪ রান করে আউট হন তিনি। এছাড়া, ২৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন টমাস ম্যাকিনটশ। এতে, স্কটল্যান্ড পায় লড়াই করার মতো ২৭৭ রানের পুঁজি।
ডাচদের হয়ে বাস ডি লিড শিকার করেন পাঁচ উইকেট।
২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডাচদের ওপেনিং জুটিতেই আসে ৬৫ রান। এরপর বাকি কাজ সারেন ডি লিড। বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও এদিন দুর্দান্ত ছিলেন তিনি। সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৯২ বলে ১২৩ রান করে রান আউট হন লিড।
লিড আউট হলেও তার গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে ৩২ বলে সাকিব জুলফিকারের অপরাজিত ৩৩ রান নেদারল্যান্ডসকে তুলে দেয় বিশ্বকাপে।
১০ দলের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর থেকে, ভারতে। সরাসরি জায়গা পেয়েছে র্যাঙ্কিংয়ের প্রথম আট দল। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে উতরে আসতে হয়েছে বাছাইপর্বের বাধা।