তামিমের জায়গায় ওয়ানডে দলে রনি
প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লজ্জার হারের পর এমনিতেই চাপে রয়েছে বাংলাদেশ দল। সেই চাপ আরও বাড়ল হুট করে অধিনায়ক তামিমের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলায়। সিরিজের মাঝপথে তামিমের জায়গায় বিকল্প ওপেনার খুঁজে পাওয়া বেশ কঠিন টিম ম্যানেজমেন্টের জন্য। তাইতো শেষ দুই ওয়ানডের জন্য দলে সুযোগ পেলেন রনি তালুকদার।
গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) এক বিবৃতির মাধ্যমে দলে রনি তালুকদারের সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইতোমধ্যেই টি-টোয়েন্টিতে ওপেন করছেন রনি তালুকদার। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে তিনি দলের সঙ্গে চট্টগ্রামেই আছেন। সেই রনি তালুকদারকে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য জাতীয় দলে ডাকা হয়েছে।
৩২ বছর বয়সী রনি তালুকদার এখন পর্যন্ত মাত্র ১টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন। গত ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে তার অভিষেক হয়। সিরিজের তৃতীয় ও সর্বশেষ ম্যাচে তিনি ১৪ বল খেলে ৪ রান করেন। এরপর আর ওয়ানডে খেলা হয়নি তার।
গত বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১৭ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ আগামীকাল শনিবার (৮ জুলাই)। একই মাঠে সিরিজের শেষ ম্যাচ ১১ জুলাই। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশের জন্য দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।