তামিমের অবসরের ঘোষণায় অবাক আফগানরা
একদিন আগেও যিনি ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক, আজ তিনি বাংলাদেশ ক্রিকেটে অতীত। তামিম ইকবাল এর আচমকা অবসর নিয়ে নেওয়া শুধু বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের যে অবাক করেছে, তা কিন্তু নয়; দেশসেরা এই ব্যাটারের এমন বিদায়ে সফরকারী আফগানিস্তানের ক্রিকেটাররাও বিস্মিত।
আজ শুক্রবার (৭ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক হামশতউল্লাহ শাহিদি তামিমের অবসর ইস্যুতে নিজেদের ভাবনা জানান।
তামিম প্রসঙ্গে তিনি বলেন,‘আমি সত্যি জানি না বাংলাদেশ দলে কি হয়েছে। কেন তিনি এমনটা করেছেন। তবে তার এমন সিদ্ধান্তে আমরাও বিস্মিত। কারণ সে একদিন আগেও আমাদের মাঝেই ছিল। অবশ্যই সেই বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। বাংলাদেশের ক্রিকেটের তার অনেক অবদান রয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘তার না থাকাটা আমাদের দলের জন্য সুবিধা। আমরা আগামীকালের খেলার দিকে মনোযোগ দিতে চাই। আমরা অন্য কোনো দিকে নজর দিতে চাই না। নিজেদের সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য। গত সিরিজেও আমি তার সঙ্গে অধিনায়ক হিসেবে খেলেছি। মাঠে সে খুবই চমৎকার একজন মানুষ। আমি তাকে অনেক সম্মান করি।’
প্রথম ম্যাচে জিতে আত্নবিশ্বাসী আফগানদের চোখ এবার সিরিজ জয়ে। এই প্রসঙ্গে শাহিদি বলেন,‘প্রথম ম্যাচ জেতায় আমাদের জন্য কাজটা এখন খুব বেশি কঠিন নয়। আমরা বেশ আত্নবিশ্বাসী সিরিজ জয়ের ব্যাপারে। ইনশাল্লাহ, আমরা কালকের ম্যাচ জিতে সিরিজ জিততে পারব’।
প্রথম ওয়ানডেতে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশের জন্য এখন জয়ের বিকল্প নেই। কেননা দ্বিতীয় ওয়ানডে হারলেই যে, সিরিজ হাতছাড়া হবে লিটনের দলের। তবে আত্নবিশ্বাসী আফগানদের থামানোই সাকিব-তাসকিনদের জন্য বড় চ্যালেঞ্জ।