এ দেখাই শেষ দেখা নয়, তামিমের ফেরার পর বললেন মাশরাফী
বহুদিন বাংলাদেশ জাতীয় দলে একসঙ্গে খেলেছেন দুজন। গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) হঠাৎ করে নেওয়া তামিম ইকবালের অবসরের সিদ্ধান্তে আর সবার মতো চমকে যান মাশরাফী বিন মোর্ত্তজাও। এমনকি, কোনো চাপে পড়ে তামিমের এই সিদ্ধান্ত কি না, তা নিয়ে ফেসবুকে প্রশ্ন তুলে পোস্টও করেন তিনি।
আজ শুক্রবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় অবসর প্রত্যাহার করে নেন তামিম। তামিমের এই অবসর প্রত্যাহারের পেছনে অগ্রণী ভূমিকা রেখেছেন সাবেক অধিনায়ক মাশরাফী। গণভবনে তামিম ও তার স্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাশরাফীও। তাদের সঙ্গে যুক্ত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
তামিম ফেরার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন মাশরাফী। প্রধানমন্ত্রী, বিসিবি সভাপতি ও তামিমসহ তিনটি ছবি পোস্ট করে মাশরাফী লেখেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাল্লাহ।’
এর আগে গতকাল তামিমের অবসরের সিদ্ধান্তের পর মাশরাফী লিখেছিলেন, ‘তামিম, তোর সিদ্ধান্ত অবশ্য একান্তই তোর। এটা কারও ভালো লাগলেও তোর, ভালো না লাগলেও তোর। পক্ষে-বিপক্ষে অনেক কথাই হবে। তবে, সবচেয়ে ভালো কোনটা, সেটা তুই ছাড়া কেউই ভালো বুঝবে না। তাই তোর এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে শতভাগ সম্মান জানাই।’