এমবাপ্পের জন্য নতুন প্রস্তাব তৈরি রিয়াল মাদ্রিদের
রিয়াল মাদ্রিদ ও কিলিয়ান এমবাপ্পে, ফুটবল দলবদলের বাজারে গত কয়েক বছরের সবচেয়ে আলোচিত জুটি। এবার লিওনেল মেসিকে নিয়ে মাঝখানে বাজার সরগরম থাকলেও মেসির চুক্তির একটা দফারফা হয়ে যাওয়ার পর আবারও আলোচনা রিয়াল ও এমবাপ্পে। পিএসজির সঙ্গে এমবাপ্পের সম্পর্ক খারাপ, এমবাপ্পে পিএসজি ছাড়তে চান বলে চিঠি দিয়েছেন, পিএসজিও আর আগের মতো এমবাপ্পেকে ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ নয়। এই সুযোগে তাকে পেতে আরেকবার চেষ্টা চালাবে রিয়াল মাদ্রিদ।
শুক্রবার (৭ জুলাই) গোল ডটকমের একটি প্রতিবেদনে জানা যায়, এমবাপ্পের জন্য বার্ষিক ৫০ মিলিয়ন ইউরো বেতনে পাঁচ বছরের একটি চুক্তির কথা ভেবে রেখেছে রিয়াল মাদ্রিদ। তবে, সেটি চলতি মৌসুম শেষে। কারণ, পিএসজির সঙ্গে ফরাসি এই তারকার এখনও এক বছর চুক্তির মেয়াদ রয়েছে।
সেক্ষেত্রে, এমবাপ্পের ওপরও নির্ভর করছে অনেক কিছু। পিএসজির সঙ্গে বর্তমান চুক্তির শর্ত অনুযায়ী ক্লাব ছাড়তে চাইলে কিংবা মেয়াদ বাড়াতে চাইলে এক বছর আগেই কর্তৃপক্ষকে তা জানাতে হবে। এমবাপ্পে যদি চলতি মৌসুমে ক্লাব ছেড়ে দিতে চায়, তাহলে পিএসজির বেঁধে দেওয়া ২০০ মিলিয়ন ইউরোতে এমবাপ্পেকে আনতে হবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের। যাতে খুব একটা আগ্রহ নেই রিয়ালের।
পিএসজিতে এমবাপ্পের ভাগ্য অনেকটাই নির্ভর করছে তার নিজের ওপর। এই মাসের মধ্যেই জানাতে হবে সিদ্ধান্ত। সিদ্ধান্ত জানতে রিয়াল মাদ্রিদ চোখ কান খোলা রেখে তাকিয়ে আছে প্যারিসের দিকে।