মেসির পথেই কী হাঁটবেন নেইমার?
লিওনেল মেসি পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (পিএসজি) পাড়ি জমানোর পর মার্কিন ফুটবলের জনপ্রিয়তা বেড়ে গেছে বহুগুণ। মেসির দেখানো পথে হেঁটে অনেকেই সেখানে পাড়ি জমাচ্ছেন। মেসি যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। অন্য ক্লাবগুলোও চাচ্ছে তারকা ফুটবলারদের দলে ভেড়াতে। এরই ধারাবাহিকতায় এমএলএসের ক্লাব নিউ ইয়র্ক সিটি নেইমারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। এমনটিই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো।
মুন্ডো দেপোর্তিভোর বরাত দিয়ে শুক্রবার (৭ জুলাই) মার্কা একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে জানা যায়, ব্রাজিলিয়ান সুপারস্টারকে পেতে আগ্রহী সিটি ফুটবল গ্রুপের মালিকানাধীন নিউ ইয়র্ক সিটি ক্লাবটি। যদিও, বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি আছে নেইমারের। তবে, পিএসজিতে সময়টা ভালো কাটছে না তার। তিনি চান চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়তে।
নিউ ইয়র্ক সিটি এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি নেইমারকে। প্রস্তাব পেলেও নেইমার সেখানে খেলতে রাজি হবেন কি না সেটিও দেখার বিষয়। নেইমার চান ইউরোপের কোনো ক্লাবে খেলতে। পুরোনো ক্লাব বার্সেলোনায় ফেরার গুঞ্জন তৈরি হলেও সেটি উড়িয়ে দিয়েছিলেন বার্সা কোচ জাভি। চেলসির মালিক নেইমারের প্রতি আগ্রহ দেখালেও সেটি পরে বেশিদূর গড়ায়নি।\
এমএলএসের ক্লাব নিউ ইয়র্ক সিটিতে এর আগে খেলেছিলেন ডেভিড ভিয়া, আন্দ্রে পিরলো, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের মতো তারকারা। অবশ্য, সবাই ক্যারিয়ারের পড়ন্ত বেলায় গিয়েছিলেন সেখানে। নেইমারের ক্যারিয়ারে এখনও সেই সময় আসেনি। তবে, শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে আসা আনুষ্ঠানিক ঘোষণা ও নেইমারের প্রতিক্রিয়ার জন্য।