নারী বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে চলতি মাসেই পর্দা উঠছে ফিফা নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর। আগামী ২০ জুলাই থেকে শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
আজ রোববার (৯ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে দল ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বিশ্বকাপে জি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইতালি, সুইডেন এবং দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে আগামী ২৪ জুলাই ইতালি নারী দলের বিপক্ষে লড়বে আর্জেন্টিনার মেয়েরা। এরপর ২৭ জুলাই দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে লড়বে আগামী ২ আগস্ট।
নারী বিশ্বকাপের এবারের আসরে দল এবং ম্যাচ সংখ্যা বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০১৯ আসরে খেলেছিল ২৪টি দল, সেটি এবার বেড়ে হয়েছে ৩২টি। ফলে ম্যাচ সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৬৪-তে। যার জন্য বরাদ্দ করা হয়েছে অতিরিক্ত টিকেটও।
আর্জেন্টিনার ২৩ সদস্যের দল
ভ্যানিনা কোরিয়া, লারা এসপোন্ডা, আদ্রিয়ানা মারিয়া শ্যাক্স, এলিয়ানা স্টেবিল, জুলিয়েটা ক্রুজ, ভেনেসা সান্তানা, আলদানা কমেটি, রোমিনা নুনেজ, ডায়ানা ফালফান, পলিনা গ্রামাগলিয়া, ডালিলা ইপপোলিটো, ইয়ামিলা রদ্রিগেজ, লারা এসপোন্ডা, সোফিয়া ব্রাউন, মরিয়ম মায়োরগা, ফ্লোরেন্সিয়া বনসেগুন্ডো, লরেনা বেনিটেজ, ক্যামিলা গোমেজ আরেস, গ্যাব্রিয়েলা শ্যাভেজ, মারিয়ানা ল্যারোকুয়েট, চিয়ারা সিঙ্গারেলা, এরিকা লনিগ্রো, এস্তেফানিয়া বানিনি।