জামাল-মোরসালিনরা বুঝে পেলেন বাফুফের পুরস্কার
১৪ বছরের অপেক্ষা ফুরিয়ে সাফের সেমিতে খেলেছিল বাংলাদেশ। সেমিতে কুয়েত বাধা টপকাতে না পারায় ফাইনাল খেলা হয়নি জামাল-মোরসালিনদের। তবে পুরো আসরজুড়ে ফুটবলারদের পারফরম্যান্সে খুশি হয়ে বোনাস দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ রোববার (৯ জুলাই) বাফুফে ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ফুটবলারদের হাতে পুরস্কারের অর্ধ কোটি টাকা তুলে দেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন। প্রত্যেক ফুটবলার দেড় লাখ টাকা করে বোনাস পেয়েছেন।
তিন ফুটবলার পেয়েছে বাড়তি অর্থপুরস্কার। তারা হলেন ফরোয়ার্ড শেখ মোরসালিন, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও গোলরক্ষক আনিসুর রহমান জিকো। মোরসালিন ও জিকোকে ১ লাখ ও বিশ্বনাথকে ৫ লাখ টাকা বাড়তি অর্থপুরস্কার দেওয়া হয়েছে।
বিশ্বনাথের টিম স্পিরিটের প্রশংসা করে সালাউদ্দীন বলেন, ‘বিশ্বনাথ নিজেই বলেছিল, দল সেমিতে জিতলে ও নিজেও ৫ লাখ টাকা দেবে। ওর এমন স্পিরিটে আমরা ভীষণ খুশি। আমি আমার পক্ষ থেকে সামান্য দেওয়ার চেষ্টা করেছি। তোমরা আরও বেশি ডিজার্ভ করো। সামর্থ্য থাকলে অবশ্যই আরও বেশি দিতাম।’
গত শনিবার (১ জুলাই) বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ফাইনাল নিশ্চিতের মিশনে মাঠে নামে বাংলাদেশ। অতিরিক্ত সময়ে কুয়েতের আল ব্লাউশির গোলে ১-০ ব্যবধানে হেরে সেমি থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে।