অ্যাশেজ
জয়ের সুবাস নিয়ে মধ্যাহ্ন বিরতিতে ইংল্যান্ড
হেডিংলি টেস্টের এখনও বাকি পাঁচ সেশন। এখনই জয়ের সুবাস পেতে চলেছে ইংল্যান্ড। ২-০ তে পিছিয়ে থাকা অ্যাশেজে ফিরে আসার জন্য যে জয়ের প্রয়োজন, সেখান থেকে ৯৮ রান দূরে আছে ইংল্যান্ড। অ্যাশেজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনে আজ রোববার (৯ জুলাই) চার উইকেটে ১৫৩ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে ইংল্যান্ড।
২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ড চতুর্থ দিনের প্রথম সেশনে ২৭ ওভারে চার উইকেট হারিয়ে তোলে ১২৬ রান।
গতকাল শনিবারের (৮ জুলাই) বিনা উইকেটে ২৭ রান নিয়ে দিন শুরু করেন দুই ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ২৩ রান করে মিচেল স্টার্কের বলে লেগ বিফোর হন ডাকেট। ৪৪ রান করা ক্রলি উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিচেল মার্শের বলে। ৫ রান করা মঈন আলীকে বোল্ড করে খেলা জমিয়ে তোলেন স্টার্ক।
উইকেট গেলেও রানের গতি সচল রেখেই এগিয়েছে ইংলিশরা। ২১ রান করে অসি অধিনায়ক প্যাট কামিন্সের বলে ক্যারির তালুবন্দি জো রুট।
মধ্যাহ্ন বিরতির আগে আর কোনো উইকেট পড়েনি ইংলিশদের। ৪০ রানে অপরাজিত থেকে বিরতিতে গেছেন হ্যারি ব্রুক, সঙ্গে আছেন ৭ রানে অপরাজিত অধিনায়ক বেন স্টোকস।