এমবাপ্পের বিরুদ্ধে পিএসজি ফুটবলারদের অভিযোগ দায়ের
পিএসজির সঙ্গে এমবাপ্পের সম্পর্কের পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে সম্প্রতি একটি ইন্টারভিউতে দেওয়া এমবাপ্পের নেতিবাচক মন্তব্যের জেরে। ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজিকে নিয়ে বেশ কড়া ভাষায় কথা বলেন এমবাপ্পে। যার বেশিরভাগই ছিল নেতিবাচক।
ফুটবল বিষয়ক সাময়িকী ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে শনিবার (৮ জুলাই) এ খবর প্রকাশ করে গোল ডটকম।
গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা যায়, পিএসজি প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘আমার মনে হয় পিএসজিতে খেলাটা খুব বেশি সহায়ক না। কারণ এটি একটি বিভক্ত দল, বিভক্ত ক্লাব। এখানে গালগল্পে প্রাধান্য দেওয়া হয়। তবে, এতে আমি বিরক্ত হই না। কারণ, আমি জানি আমি কী করছি এবং কীভাবে করছি।’
এতে স্বভাবতই ক্লাবের সম্মান ক্ষতিগ্রস্ত হয়েছে। এমবাপ্পের এমন মন্তব্যের পর রোববার (৯ জুলাই) পিএসজির ছয়জন ফুটবলার এমবাপ্পের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি বরাবর চিঠি দেন। এমনটিই জানিয়েছে সংবাদমাধ্যম দ্য মিরর। মূলত অবমাননার অভিযোগ আনেন খেলোয়াড়েরা। কারণ, ক্লাবকে ছোট করা মানে খেলোয়াড়দেরও ছোট করা।
নিজের ওই সাক্ষাৎকারে ক্লাবের পাশাপাশি পিএসজি ফ্যানদের নিয়েও কথা বলেন বিশ্বকাপজয়ী তারকা এমবাপ্পে। তিনি বলেন, ‘এখানকার (পিএসজির সমর্থকরা) মানুষজন আমার পারফরম্যান্স নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে। কিন্তু, আমি তাদের দোষ দেই না। তারা আমাকে সবসময় ফ্রান্সে বেড়ে উঠতে দেখেছে, পিএসজিতে প্রতি সপ্তাহেই দেখেছে। আমি কয়েক বছর ধরে অনেক গোল করেছি। সাধারণ মানুষের কাছে এসব স্বাভাবিক ব্যাপার। তাই, আমার পারফরম্যান্স নিয়ে কিছু বললে তাদের নিয়ে আমি অভিযোগ করি না।