আফগানিস্তান সিরিজ শেষ ইবাদতের
টানা দুই ম্যাচ হেরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে আফগানদের বিপক্ষে দুই ম্যাচের কোনোটিতেই দাঁড়াতে পারেনি বাংলাদেশ। সিরিজের মাঝপথে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে তৃতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার ইবাদত হোসেন।
রোববার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি বাংলাদেশের যে পেস আক্রমণ প্রশংসিত হচ্ছে চারদিকে, ইবাদত সেই পেস আক্রমণের অন্যতম একজন। দ্বিতীয় ওয়ানডেতে বল করতে গিয়ে বাম হাঁটুতে চোট পান তিনি। সঙ্গে সঙ্গে মাঠে দৌড়ে আসেন ফিজিও। তবে, তখনই মাঠ ছাড়েন ইবাদত।
স্বস্তির খবর, এমআরআই রিপোর্টে গুরুতর কিছু ধরা পড়েনি। তাকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছে চিকিৎসকরা। যার ফলশ্রুতিতে, সিরিজের বাকি অংশ শেষ হয়ে গেল ইবাদতের জন্য।
ইবাদতের চোট প্রসঙ্গে বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেন, ‘চোট খুব গুরুতর কিছু নয়। তার সেরে উঠতে দুই সপ্তাহ সময় লাগবে। এরপর দলের সঙ্গে যোগ দিতে পারবে সে।