হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে একাদশে তিন পরিবর্তন
আফগানদের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মঙ্গলবার (১১ জুলাই) মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে। প্রথম দুই ওয়ানডেতেই হেরে যাওয়ায় হাতছাড়া হয়েছে সিরিজ। আজকের ম্যাচ বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।
তামিম ইকবালের অনুপস্থিতিতে বাংলাদেশের অধিনায়কত্ব আজকেও লিটন দাসের কাঁধে। তামিমের পরিবর্তে গত ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন নাঈম শেখ। দুই বছর পর ওয়ানডেতে ফিরে গত ম্যাচে ভালো করতে না পারলেও এ ম্যাচে তার উপরই আস্থা রাখছে দল।
দ্বিতীয় ওয়ানডেতে বল করতে গিয়ে চোট পেয়েছেন পেসার ইবাদত হোসেন। তার পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। এ ছাড়া, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের জায়গায় দলে এসেছেন তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।