ইডেনে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের টিকেট মূল্য প্রকাশ
আর ৮৬ দিনের অপেক্ষা, এরপরই মাঠে গড়াচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহনকারী দলগুলো ব্যস্ত প্রস্তুতিতে। এরই মধ্যে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। এবার জানা গেল বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেই ম্যাচগুলোর টিকেট মূল্য।
গতকাল সোমবার (১০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে আসন্ন বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে যে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেগুলোর টিকেট মূল্য কত হবে; তা জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (ক্যাব)। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ক্যাব।
সেমিফাইনালসহ কলকাতার ইডেন গার্ডেন্সে হবে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ। এর মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি খেলা। আগামী ২৮ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর পাকিস্তানের সঙ্গে খেলা ৩১ অক্টোবর।
সাড়ে ৬৩ হাজার আসনের এই স্টেডিয়ামে নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের ম্যাচের আপার টায়ারের টিকিটের দাম ধরা হয়েছে ৬৫০ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৮৫০ টাকা)। ডি ও এইচ ব্লকে বসে খেলা দেখতে খরচ হবে এক হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১৩২০ টাকা)। বি, সি, কে ও এল ব্লকের টিকিট মূল্য সর্বোচ্চ দেড় হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১৯৮১ টাকা)। কলকাতায় এই ম্যাচেই সবচেয়ে কম দামে টিকিট বিক্রি হবে।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আপার টায়ারের টিকেট ৮০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১০৫৬ টাকা)। ডি ও এইচ ব্লকের জন্য ১২০০ (বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ১৫৮৪ টাকা) এবং সি ও কে ব্লকের টিকেট ২০০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ২৬৪০ টাকা)। বি ও এল ব্লকে খেলা দেখতে খরচ হবে ২২০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ২৯০৫ টাকা)। পাকিস্তান ও ইংল্যান্ডের গ্রুপ ম্যাচের টিকেটমূল্য একই।
এ ছাড়া ভারতও ও দক্ষিণ আফ্রিকার গ্রুপ ম্যাচ দেখতে খরচ করতে হবে সর্বনিন্ম ৯০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১১৮৮ টাকা)। বি ও এল ব্লকের টিকেট মূল্য তিন হাজার রুপি। ডি ও এইচ ব্লকের টিকেট মূল্য ১৫০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ১৯৮০ টাকা০ এবং সি, কে ব্লকের মূল্য ২৫০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৩৩০১ টাকা)।