এশিয়া কাপে খেলবেন তো তামিম? যা বলল বিসিবি
অবসর ইস্যুতে আলোচনা শেষে এখন বিশ্রামে রয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় ইভেন্ট। তাই মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ন ফিট থাকতে দেড় মাসের ছুটি তামিম। চোটে থাকা তামিম এশিয়া কাপের আগে ফিট হতে পারবেন তো? এমনটাই প্রশ্ন ভক্ত-সমর্থকদের।
আগামী মাসেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। আর এই আসরকে সামনে রেখে কয়েকদিনের মধ্যেই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। সেখানে তামিমের থাকা প্রসঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান জালাল ইউনুস।
আজ মঙ্গলবার (১১ জুলাই) তৃতীয় ওয়ানডে শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গণমাধ্যমে তিনি বলেন, ‘মেডিকেল চেকআপের পর পরিষ্কার হওয়া যাবে, আমাদের খুব দ্রুতই ২৫ থেকে ২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড হবে। এজন্য তার সঙ্গে মেডিকেল ফিটনেস দেখে জানানোর কথা। বুঝতে পারব সে কবে জয়েন করবে।’
এই দেড় মাস সময়ে নিজের ফিটনেস এবং কোমরের যে চোট রয়েছে সেটা সারিয়ে তুলে ফিট হয়েই দলে ফিরতে চান তামিম। আর সেই লক্ষ্যেই লন্ডনে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন তামিম।
তামিম যদি এশিয়া কাপে ফিরে আসেন, তাহলে তিনিই কি অধিনায়ক থাকবেন? এমন প্রশ্নে স্পষ্ট জবাব দিতে পারেননি অপারেশন্স চেয়ারম্যান। তামিমের অধিনায়কত্বে ফেরাও এখন যাচ্ছে আলোচনার টেবিলে, ‘আগে আসুক, আমরা আলোচনা করছি তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে। সে বলেছি আমি আসি। তারপরে এগুলো নিয়ে আলাপ করব।’