পরিবার নিয়ে মায়ামিতে পৌঁছালেন মেসি
এবারের মৌসুমের দলবদলের বাজারে সবচেয়ে বড় না লিওনেল মেসি। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে নাম লিখেয়েছেন বিশ্বকাপজয়ী তারকা।
মেসিকে কেন্দ্র করে আগামী ১৬ জুলাই মায়ামি নিজেদের মাঠে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের একটি আয়োজন রেখেছে। সেদিনই সাতবারের ব্যালন ডি’অরজয়ীকে সমর্থকদের সামনে উপস্থিত করাবে ক্লাবটি। ইভেন্ট ও নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে অবশেষে মায়ামিতে পৌঁছেছেন মেসি। মায়ামির লডারডেলে পরিবারসহ পৌঁছে গেছেন মেসি।
এদিকে মেসির আগমনকে ঘিরে পুরো মায়ামি শহরজুড়ে চলছে সাজ সাজ রব। এমএলএসে মেসি যোগ দেওয়ার ঘোষণার পর থেকেই বদলে গেছে সেখানকার ফুটবলের চিত্র। মায়ামিতে যার ছোঁয়া লেগেছে আরও বেশি। শহরের দেয়ালে আর্জেন্টাইন মহাতারকার বিশাল প্রতিকৃতি এঁকেছিলেন এক চিত্রশিল্পী।
মেসির আসা উপলক্ষে এবার সেই প্রতিকৃতিতে নতুন করে রঙ করানো হয়। যার তদারকি করছেন খোদ ইন্টার মায়ামি ক্লাবের অন্যতম মালিক ডেভিড বেকহাম। গত সোমবার (১০ জুলাই) বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন।
সেই ভিডিওতে দেখা যায়, ক্রেনে চড়ে মেসির ছবিতে রঙ করছেন বেকহাম। বিশেষ করে দাঁতগুলোতে সাদা রঙ করছেন। ভিডিওর ক্যাপশনে নিজের স্বামীর একটু প্রশংসা করে এবং মেসির আসা নিয়ে একসঙ্গে ভিক্টোরিয়া বেকহাম লেখেন, ‘ডেভিড বেকহাম কী না পারে? আর অল্প কয়েকদিন আছেন, মেসি সোজা এখানেই আসবে। আমরা দেখতে পাচ্ছি তার দাঁতগুলোকে বেকহাম সাদা করছে।’
এখন পর্যন্ত মেসির চুক্তির ব্যাপারে মায়ামি কিছু না জানালেও ২১ জুলাইয়ের আগেই দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে তা একপ্রকার নিশ্চিত। কারণ, ২১ জুলাই লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক হবে মেসির। ধারণা করা হচ্ছে, ইন্টার মায়ামির সঙ্গে তিনি আড়াই বছরের চুক্তি করবেন। তবে সবকিছু জানা যাবে, আনুষ্ঠানিক চুক্তির পর!