এমবাপ্পে ইস্যুতে পিএসজির সিদ্ধান্তে নজর রাখবে রিয়াল?
ফরাসি ক্লাব পিএসজিতে ভালো নেই কিলিয়ান এমবাপ্পে। যত দিন গড়াচ্ছে, কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির সম্পর্ক তত বেশি খারাপ হচ্ছে। এমবাপ্পে ক্লাব ছাড়তে চান। ক্লাবও তাকে রাখতে চায় না। সম্পর্কের এমন তিক্ততার মধ্যে পিএসজিকে নিয়ে গত ৮ জুলাই ফুটবল বিষয়ক সাময়িকী ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে নানা নেতিবাচক মন্তব্য করেন এমবাপ্পে। এতে যেন জল আরও ঘোলা হয়।
সেই সাক্ষাৎকারে সরাসরি ক্লাবের দিকে আঙুল তোলেন তিনি। পিএসজিতে খেলে খুব একটা উপকার পাচ্ছেন না বলেই জানান এমবাপ্পে। ক্লাবকে বিভক্ত দল হিসেবে উল্লেখ করে বলেন এখানে গালগল্পে প্রাধান্য দেওয়া হয়।
এমবাপ্পের এমন মন্তব্যের পর গত ৯ জুলাই পিএসজির ছয়জন ফুটবলার এমবাপ্পের বিরুদ্ধে অভিযোগ করে ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি বরাবর চিঠি দেন। এমনটিই জানিয়েছে সংবাদমাধ্যম দ্য মিরর। মূলত অবমাননার অভিযোগ আনেন খেলোয়াড়েরা। কারণ, ক্লাবকে ছোট করা মানে খেলোয়াড়দেরও ছোট করা।
এর ফলে পিএসজিতে এমবাপ্পের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ল। আগামী মৌসুমেই ক্লাবের সঙ্গে তার চুক্তি শেষ হবে। চুক্তির মেয়াদ বাড়াবেন কিনা সেটি তাকে জানাতে হবে অল্প কিছুদিনের মধ্যেই। এমন টানাপোড়েনে এমবাপ্পের ব্যাপারে পিএসজি কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, সেটিই এখন দেখার বিষয়।
এমবাপ্পেকে পেতে চায় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, এটি কারও অজানা নয়। রিয়ালও ফরাসি তারকার স্বপ্নের ক্লাব। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপ্পের চুক্তি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যায়। ঠিক তখনই নতুন চুক্তি করে পিএসজি রেখে দেয় এমবাপ্পেকে। তবে এবার পরিস্থিতি ভিন্ন।
এই অবস্থায় রিয়াল মাদ্রিদের উচিত ধৈর্য ধরা। বিশেষ করে, পিএসজির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা। এমনটিই বলছে গোল ডটকম। আজ বুধবার (১২ জুলাই) গোলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের তাড়াহুড়া করা উচিত নয়। বরং, পিএসজিকে নিয়ে এমন বিস্ফোরক কথাবার্তার পর তার ব্যাপারে ক্লাবের সিদ্ধান্ত জেনে এগোনো উচিত রিয়াল মাদ্রিদের।
এখন পিএসজি কী সিদ্ধান্ত নেয় আর রিয়ালই বা নজর রাখে কিনা সেটিই দেখার পালা।