মায়ামিতে বাজার-সদাইয়ে ব্যস্ত মেসি
আর মাত্র একদিনের অপেক্ষা এরপরই ইন্টার মায়ামির জার্সিতে বরণ করে নেওয়া হবে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। ইতোমধ্যেই পরিবার নিয়ে মায়ামিতে পৌঁছে গেছেন বিশ্বকাপজয়ী এই তারকা। একটি ক্যাফেতে শেফের ভূমিকায় দেখা যাওয়ার পর এবার সুপার মার্কেটে বাজার করতে দেখা গেল ৩৫ বছর বয়সী এই তারকাকে।
আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে তারকাদের খুব একটা জনসমুক্ষে দেখা যায় না। আর তা যদি হন মেসি, তাহলে তো কথাই নেই। মেসিকে এক নজর দেখার জন্য ভক্তদের-সমর্থকদের উন্মাদনার যেন শেষ নেই। সেখানেই কিনা মেসি সাধারণ জনগনের মত বাজার-সদাই করছেন। এমন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আজ শুক্রবার (১৪ জুলাই) জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, সচরাচর মেসিকে কোনো প্রটোকল ছাড়া এভাবে জনসমুক্ষে দেখা যায়নি। তবে আর্জেন্টাইন তারকা যুক্তরাষ্ট্রে তার কাটানো সময় বেশ উপভোগ করছেন। যুক্তরাষ্ট্র বলেই একটু শান্তিতে বাজার করার সুযোগ পেয়েছেন মেসি।
বার্সেলোনা কিংবা আর্জেন্টিনা হলে তো কোনো কথাই ছিল না। সেখানে মেসির এতই জনপ্রিয়তা যে, মেসি ঠিকমতো ঘর থেকে বেরিয়ে রেস্টুরেন্ট, কিংবা শপিং মলেও যেতে পারেননা। সেই হিসেবে যুক্তরাষ্ট্রে কিছুটা হলেও শান্তিতে আছেন মেসি।
ফোর্ট লডারহিলের এক সুপারমার্কেটে মেসির ঝুড়ি নিয়ে বাজার করার ছবি ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ সময় মেসির সঙ্গে ছিলেন তিন সন্তান থিয়াগো, মাতেও ও চিরো। শিশুখাদ্য সেরিল ও সাংসারিক অন্যান্য বাজার করেছেন মেসি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, ফোর্ট লডারহিলের একটি পাবলিক চেইনশপ সুপারমার্কেটে বাজার করেন গত ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই তারকা।