মেসিকে বরণে মায়ামির যত আয়োজন
লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার খবরে ক্লাবের সমর্থকেরা অধীর আগ্রহে দিন গুনছিলেন, কবে তাকে দেখতে পাবেন সামনে। সেই অপেক্ষা ফুরাতে যাচ্ছে। আর মাত্র একদিন পরই ইন্টার মায়ামির জার্সি গায়ে সমর্থকদের সামনে হাজির হবেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা।
জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের শুক্রবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে জানা যায়, আগামীকাল রোববার (১৬ জুলাই) আমেরিকার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মেসিকে আনুষ্ঠানিকভাবে বরণ করবে মায়ামি। দলের সদস্য এবং সমর্থকদের সঙ্গে মেসিকে পরিচয় করিয়ে দেয়ার পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছে ক্লাবটি। গুঞ্জন আছে, এই অনুষ্ঠানে গাইতে পারেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।
ফ্লোরিডার ডিআরভি পিঙ্ক স্টেডিয়ামে শাকিরা ছাড়াও পারফর্ম করতে পারেন পুয়োর্তো রিকোর র্যাপার ব্যাড বানি। থাকতে পারেন কলম্বিয়ার আরেক শিল্পী মালুমা। যদিও আনুষ্ঠানিকভাবে শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
এখানেই শেষ নয় মেসিকে বরণের অনুষ্ঠান ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ তুঙ্গে। এরইমধ্যে শেষ এই আয়োজনের সব টিকেট। চড়া মূল্যে টিকেট কিনতে দেখা গেছে ফুটবলপ্রেমীদের। ঘণ্টা খানেকের ওই অনুষ্ঠানে প্রথমবারের মতো মায়ামির জার্সি গায়ে সমর্থকদের সামনে হাজির হবেন মেসি। পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে কিছু কথাও বলবেন তিনি।
এখনও মেসির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেনি মায়ামি। প্রথম ধাপে মেসির সঙ্গে আড়াই বছরের চুক্তি সাক্ষর করতে পারে ক্লাবটি। যা পরবর্তীতে এক বছর বাড়ানোর সুযোগ থাকবে। বার্ষিক ৫৪ মিলিয়ন ইউরো বেতন হিসেবে পাবেন আর্জেন্টাইন মহাতারকা।
মেসির আগমন উপলক্ষে সমগ্র মায়ামি নতুন রূপে সেজেছে। শহরে তার একাধিক ভাস্কর্য তৈরি করা হয়েছে। ইংলিশ ফুটবলের কিংবদন্তি ডেভিড বেকহ্যাম নিজেও মেসির একটি ভাস্কর্যে তুলির আঁচড় দিয়েছেন। ভক্তদের মতো আর্জেন্টাইন কিংবদন্তির অপেক্ষায় ছিলেন তিনিও।
ধারণা করা হচ্ছে ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামি জার্সিতে অভিষেক হতে পারে এলএমটেনের। মেসি মায়ামিতে যোগ দেয়ার ঘোষণার পর দলটির হয়ে তার সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকেটের দাম বেড়ে যায়। যে টিকেটের দাম ছিল ২৯ ডলার (৩১৩৩ টাকা), সেটাই বেড়ে দাঁড়ায় ৩২৯ ডলারে (৩৫৪৫৪ টাকা)। নিউইয়র্কের টিকেটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক এই তথ্য জানিয়েছিল।