জরিমানার সম্মুখীন হলো বার্সেলোনা ও ম্যান ইউনাইটেড
দিন দিন কঠোর হচ্ছে উয়েফার ফেয়ার প্লে নীতি। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবার আর্থিক অসঙ্গতির জন্য জরিমানা করেছে ক্লাব ফুটবলের শীর্ষ দুই দল বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডকে। শুক্রবার (১৪ জুলাই) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে তারা।
উয়েফার বিবৃতির বরাতে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করে গোল ডটকম। প্রতিবেদনে গোল জানায়, স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে পাঁচ লাখ ইউরো এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে তিন লাখ ইউরো জরিমানা করা হয়।
বার্সেলোনাকে জরিমানা করার কারণ হিসেবে জানা যায়, ২০২২ আর্থিক বছরে তারা বার্ষিক আর্থিক প্রতিবেদনের হিসাবে গড়মিল করেছে। কিছু সম্পদের উৎস খুঁজে পায়নি উয়েফা।
অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডকে জরিমানা করার কারণ হিসেবে উয়েফা জানিয়েছে, ক্লাবটি বার্ষিক ব্রেক ইভেনে ঘাটতি দেখিয়েছে।
এ দুটি ক্লাব ছাড়া তুর্কি ক্লাব কনাস্পর ও সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েলকে এক লাখ ইউরো করে জরিমানা করেছে উয়েফা।
উয়েফা জানিয়েছে, আর্থিক নীতি ও হিসাবের ক্ষেত্রে চলতি বছর থেকে আরও কঠোর হবে তারা। ক্লাবগুলোকে ঠিকঠাকভাবে নীতিমালা মেনে চলতে হবে।