উন্মোচিত হলো বাংলাদেশ-ভারত নারী ওয়ানডে সিরিজের ট্রফি
ভারত নারী ক্রিকেট দলের বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারলেও নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে শেষ টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলার মেয়েরা। সেই সুখস্মৃতিকে সঙ্গী করে আগামীকাল রোববার (১৬ জুলাই) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
ম্যাচ উপলক্ষে আজ শনিবার (১৫ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি ও ভারত অধিনায়ক হারমানপ্রিত কউর উন্মোচন করলেন ওয়ানডে সিরিজের ট্রফি।
সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়াতে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচ, চ্যালেঞ্জটাও তাই বেশি।
ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, ‘শেষ ম্যাচে (টি-টোয়েন্টিতে) জয়টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এখন ওরা আমাদের নিয়ে আরও বেশি করে ভাববে। যা আমাদের জন্য ইতিবাচক। দল হিসেবে যদি আমরা ভালো করতে পারি, টিম কম্বিনেশন ধরে রেখে খেলতে পারি, আমার কাছে মনে হয় ওয়ানডেতে আমরা নিজেদের এগিয়ে রাখতে পারব।’
আগামীকাল সকাল সাড়ে ৯টায় মিরপুরের হোম অব ক্রিকেটে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। একই সময়ে, একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২২ জুলাই।