অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি!
লিওনেল মেসিকে ইন্টার মায়ামিতে এখনও বরণ করে নেওয়া হয়নি। এরই মধ্যে পরিবার নিয়ে মায়ামিতে পৌঁছে গেছেন মেসি। পরিবার নিয়ে বাজার করছেন। অন্যদিকে, পুরো শহরে উৎসবের আমেজ। আগামীকাল রোববার (১৬ জুলাই) মায়ামি নিজেদের মাঠে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’— এর মাধ্যমে সাতবারের ব্যালন ডি’অরজয়ীকে সমর্থকদের সামনে উপস্থিত করবে।
কিন্তু, এর একদিন আগে আজ শনিবার (১৫ জুলাই) সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে যান বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা মেসি। এমনটিই জানিয়েছে গোল ডটকম।
গোলের প্রতিবেদন অনুসারে জানা যায়, আজ ফ্লোরিডার রাস্তায় দেখা গেছে মেসির গাড়িকে। ট্রাফিকের লাল বাতির সংকেত বুঝতে না পেরে সিগন্যাল পেরিয়ে যায় মেসির গাড়ি। দুই পাশ থেকে বেশ কয়েকটি গাড়ি তখন এগিয়ে আসছিল।
গাড়িগুলো বুঝতে পেরেছিল, চালক ভুল করে সিগন্যাল ভেঙেছে। তারা তৎক্ষণাৎ গতি কমিয়ে ফেলায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় তার গাড়ি। পরে ফোর্ট লডারডেলের স্থানীয় পুলিশ প্রটোকল দিয়ে মেসির গাড়িটিকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন।
যদিও, গাড়ি মেসি নিজে চালাচ্ছিলেন কিনা তা জানা যায়নি। তবে, একটু এদিক-সেদিক হলে ঘটতে পারত যে কোনো কিছুই।
মায়ামিতে কাল মেসিকে বরণ করে নেওয়ার পর ২১ জুলাই লিগ কাপে সম্ভাব্য অভিষেক হতে পারে ক্রুজ আজুল ক্লাবের বিপক্ষে।